২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল! রেকর্ড দফায় বাংলায় নির্বাচন, জেনে নিন নির্ঘণ্ট

২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল! রেকর্ড দফায় বাংলায় নির্বাচন, জেনে নিন নির্ঘণ্ট

নয়াদিল্লি: প্রথম থেকে জল্পনা ছিল এই মাসেই হয়ে যাবে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা। সেই প্রেক্ষিতে আজ নির্বাচন কমিশন ঘোষণা করে দিল আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। রেকর্ড করে এবার আট দফা নির্বাচন হবে পশ্চিমবঙ্গে। ২৭ মার্চ বাংলায় প্রথম দফায় ভোটগ্রহণ। শেষ দফার ভোট গ্রহণ ২৯ এপ্রিল। ৫ রাজ্যের ভোট গণনা হবে একই দিন, ২ মে। দেখে নিন বাংলার ভোটের নির্ঘণ্ট…

প্রথম দফা: ২৭ মার্চ- পুরুলিয়া, বাঁকুড়া ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর পার্ট ওয়ান, পূর্ব মেদিনীপুর পার্ট ওয়ান (৩০) আসনে ভোট।

দ্বিতীয় দফা: ১ এপ্রিল- বাঁকুড়া পার্ট টু, পূর্ব মেদিনীপুর পার্ট টু, দক্ষিণ ২৪ পরগনা পার্ট ওয়ান (৩০) আসনে ভোট।

তৃতীয় দফা: ৬ এপ্রিল- হাওড়া পার্ট ওয়ান, হুগলী পার্ট ওয়ান, দক্ষিণ ২৪ পরগনা পার্ট টু (৩১) আসনে ভোট।

চতুর্থ দফা: ১০ই এপ্রিল- হাওড়া পার্ট টু, হুগলি পার্ট টু, দক্ষিণ ২৪ পরগনা পার্ট থ্রি (৪৪) আসনে ভোট।

পঞ্চম দফা: ১৭ই এপ্রিল- উত্তর ২৪ পরগনা পার্ট ওয়ান, নদিয়া পার্ট ওয়ান, পূর্ব বর্ধমান পার্ট ওয়ান, জলপাইগুড়ি (৪৫) আসনে ভোট। 

ষষ্ঠ দফা: ২২শে এপ্রিল- উত্তর ২৪ পরগনা পার্ট টু, পূর্ব বর্ধমান পার্ট টু ও নদিয়া পার্ট টু (৪৩) আসনে ভোট। 

সপ্তম দফা: ২৬শে এপ্রিল- মালদহ পার্ট ওয়ান, মুর্শিদাবাদ পার্ট ওয়ান, পশ্চিম বর্ধমানের ৫টি, কলকাতা দক্ষিণ (৩৬) আসনে ভোট।

অষ্টম দফা: ২৯শে এপ্রিল- মালদহ পার্ট টু, মুর্শিদাবাদ পার্ট টু, বীরভূম, কলকাতা উত্তর (৩৫) আসনে ভোট। 

সাংবাদিক বৈঠক করে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা জানান, সংবেদনশীল কেন্দ্রগুলিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে। পশ্চিমবঙ্গে দুই বিশেষ পর্যবেক্ষক পাঠানো হচ্ছে, বিবেক দুবে এবং মৃণালকান্তি দাস। অন্যদিকে, বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলে একসঙ্গে ৫ জনের বেশি মানুষ থাকতে পারবেন না বলে জানান হয়েছে। একইসঙ্গে, সতর্কতা মেনে পথসভা করা যাবে। অনলাইন মনোনয়ন জমা দেওয়া যাবে বলেও এদিন জানান তিনি। পাশাপাশি, ভোটদানের সময় ১ ঘণ্টা বাড়ানো হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *