৬০০-র নীচে রাজ্যের ভাইরাস আক্রান্তের সংখ্যা, বাড়ল সুস্থতা

৬০০-র নীচে রাজ্যের ভাইরাস আক্রান্তের সংখ্যা, বাড়ল সুস্থতা

কলকাতা: রাজ্যের কোভিড আক্রান্তের সংখ্যা আজও ১০০০-এর নিচে রয়েছে, তবে দুই জেলার সংক্রমণ বৃদ্ধি ব্যাপক চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের। যদিও আপাতত ওই দুই জেলায় আজ সংক্রমণ কমেছে। তৃতীয় ঢেউয়ের আশঙ্কা এখনই যে যাচ্ছে না তাও স্পষ্ট করে দেওয়া হচ্ছে বারবার। এদিকে আবার সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তাই এখন আরও বেশি সচেতন থাকতে হবে রাজ্যবাসীকে।

আরও পড়ুন- শুভেন্দু ঘনিষ্ঠ শ্যামল আদকের স্বস্তি! বাড়ল রক্ষাকবচের মেয়াদ

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৫২৪ জন। আক্রান্তদের মধ্যে ১০৫ জন কলকাতার! সংক্রমণের নিরিখে আজ প্রথম স্থানেই এই শহর। এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ১০৩ জন। এই দুই জেলাকে নিয়ে প্রথম থেকেই চিন্তা। এদিকে, তৃতীয় স্থানে হাওড়া। একদিনে সেখানকার ৪৬ জন করোনা আক্রান্ত হয়েছে। চতুর্থ স্থানে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে একদিনে সংক্রমিত ৪১ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৬২ হাজার ১৭৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৫ লক্ষ ৩৫ হাজার ৬৯৯ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৬০৮ জন। এদিকে, একদিনে রাজ্যে করোনা ভাইরাসের বলি হয়েছেন ১২ জন। রাজ্যে মৃত্যু হয়েছে মোট ১৮ হাজার ৬৬৪ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.৩১ শতাংশ।

আরও পড়ুন- উচ্চ প্রাথমিক মেধা তালিকায় অভিযোগের পাহাড়! নিষ্পত্তিতে আরও ৩ মাস সময় চাইল SSC 

অন্যদিকে,  গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছে ৩০ হাজার ২৫৬ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ২৯৫ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৯৩৮ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৩ লক্ষ ১৮ হাজার ১৮১ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩৪ লক্ষ ৭৮ হাজার ৪১৯ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ২৭ লক্ষ ১৫ হাজার ১০৫ জন। কেরল নিয়ে চিন্তা এখনও বর্তমান। কারণ গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৬৫৩ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৫২ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =

মৃত্যু শূন্য হলেও সংক্রমণের শীর্ষে কলকাতা, একদিনে রাজ্যে আক্রান্ত ৬১৩

মৃত্যু শূন্য হলেও সংক্রমণের শীর্ষে কলকাতা, একদিনে রাজ্যে আক্রান্ত ৬১৩

কলকাতা: রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে চিন্তা আপাতত খুব একটা করতে হচ্ছে না। কয়েকটি জেলা চিন্তায় রাখলেও আপাতভাবে বাংলার করোনা আবহ স্থিতিশীল। উত্তর ২৪ পরগনা নিয়ে চিন্তা প্রথম থেকেই ছিল, এবার তার দোসর হয়েছে শহর কলকাতা। তবে বাংলার বাকি জেলা গুলির পরিস্থিতি আপাতত স্বাভাবিক। খুব একটা বেশি আক্রান্তের সংখ্যা লক্ষ্য করা যাচ্ছে না। 

আরও পড়ুন- কাঁটা তারে ঝুলছে শিশু, গেট ধরে কাঁদছেন মহিলারা, চরম বিশৃঙ্খলা কাবুল বিমানবনদের

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৬১৩ জন। আক্রান্তদের মধ্যে ৯৫ জন কলকাতার। সংক্রমণের নিরিখে আজ প্রথম স্থানে এই জেলা। দ্বিতীয় স্থানে আজ রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সংক্রমিত সেখানকার ৮৯ জন। তৃতীয় স্থানে দার্জিলিং, সেখানে আক্রান্ত ৪০ জন বাসিন্দা। চতুর্থ স্থানে পূর্ব মেদিনীপুর। সেখানে একদিনে সংক্রমিত ৩৬ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৪৪ হাজার ১০৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৫ লক্ষ ১৬ হাজার ৫০৯ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৭২০ জন। এদিকে, একদিনে রাজ্যে করোনা ভাইরাসের বলি হয়েছেন ১২ জন। রাজ্যে মৃত্যু হয়েছে মোট ১৮ হাজার ৩৮৩ জনের। 

উল্লেখ্য, রাজ্য সরকার এখন থেকে পরিবারের একজনকেই কোভিড বীমার সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই পরিবারের একাধিক ব্যক্তি করোনায় সংক্রমিত হয়ে মারা গেলে কেবলমাত্র একজনই তার ক্ষতিপূরণ পাবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, গত বছরের মার্চ মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম সারির কোভিড যোদ্ধাদের জন্যে এই বীমা ঘোষণা করার পরে প্রায় ৩০ হাজার মানুষ ক্ষতিপূরণ চেয়ে রাজ্য সরকারের কাছে আবেদন করেছেন। তার প্রেক্ষিতেই রাজ্য সরকারের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 7 =