৩ হাজার ছাড়িয়ে গেল বঙ্গের কোভিড সংক্রমণ! বছর শেষে আতঙ্ক

৩ হাজার ছাড়িয়ে গেল বঙ্গের কোভিড সংক্রমণ! বছর শেষে আতঙ্ক

কলকাতা: কোভিড বিধি না মানার ফল হয়তো এটাই। উৎসব মরশুমে এখনও পর্যন্ত বাংলার মানুষের যে উল্লাসের ছবি ধরা পড়ছে তাতে হলফ করে বলা যায়, আজকের বঙ্গের করোনা গ্রাফ তারই প্রতিচ্ছবি। কারণ আজ বাংলার সংক্রমণ ছাড়িয়ে গিয়েছে ৩ হাজার! কলকাতার সংক্রমণ আরও ভয় দেখাবে। সব মিলিয়ে ব্যাপক উদ্বেগ বৃদ্ধি হয়েছে বাংলার জন্য।

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে আজ আক্রান্ত হয়েছে ৩ হাজার ৪৫১ জন এবং এই একই সময় মৃত্যু হয়েছে ৭ জনের। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ১ হাজার ৯৫৪ জন। সংক্রমণের নিরিখে তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ৪৯৬ জন। আজ তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে গত ২৪ সংক্রমিত হয়েছে ১২৬ জন। ফলে গোটা রাজ্য জুড়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ লক্ষ ৩৮ হাজার ৪৮৫ জন। মোট মৃত্যু হয়েছে ১৯ হাজার ৭৬৪ জনের। এদিকে, করোনাকে হারিয়ে একদিনে বঙ্গে সুস্থ হয়েছেন ১ হাজার ৫১০ জন। সেই নিয়ে বাংলায় মোট করোনাজয়ীর সংখ্যা ১৬ লক্ষ ৮ হাজার ১১ জন। আবার পজিটিভিটি রেট আজও একটু বেড়ে দাঁড়িয়েছে ৮.৪৬ শতাংশ।

ইতিমধ্যেই রাজ্য সরকার ওমিক্রন সংক্রমণ মোকাবিলায় বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য আরো কড়া বিধিনিষেধ জারি করেছে। প্রত্যেক যাত্রীকে আবশ্যিকভাবে ২২ দিন হোম আইসোলেশনে থাকতে হবে বলে স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে। এছাড়াও  ব্রিটেন থেকে সরাসরি কলকাতায় আসা সব বিমান চলাচলের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে। এছাড়াও রাজ্যে করোনা সংক্রমণের অস্বাভাবিক বৃদ্ধির প্রেক্ষিতে রাজ্য সরকার হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো আবারও ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছে। রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে আজ রাজ্য স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগমের পৌরহিত্য এক উচ্চ পর্যায়ের বৈঠকে করোনার প্রথম ঢেউয়ের সময় যেমন চিকিৎসা পরিকাঠামো তৈরি করা হয়েছিল অনুরূপ ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + twenty =