কলকাতা: রাজ্যের কোভিড আক্রান্তের সংখ্যা আজও ঊর্ধ্বমুখী। দুই জেলা, উত্তর ২৪ পরগনা এবং কলকাতা নিয়ে চিন্তা এখনও যাচ্ছে না। আজ কলকাতায় আক্রান্ত গতকালের থেকে কমলেও চিন্তা কমছে না। তাই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা এখনই যে যাচ্ছে না তাও স্পষ্ট হয়ে যাচ্ছে বারবার। তাই এখন আরও বেশি সচেতন থাকতে হবে রাজ্যবাসীকে।
শেষ পাওয়া তথ্য অনুযায়ী, আজ একদিনে রাজ্যে সংক্রমিত হয়েছেন ৭২৬ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৯ জনের। একই সময়ে সুস্থ ৭০৫ জন। সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। আজ রাজ্যের করোনা আক্রান্তদের মধ্যে ১৮৩ জন কলকাতার! অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও প্রথমে তিলোত্তমা। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে আক্রান্ত ১০৬ জন। এরপর তৃতীয় স্থানে রয়েছে হুগলি। একদিনে সেখানে ৬৯ জনের শরীরে থাবা বসিয়েছে করোনা। চতুর্থ স্থানে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে একদিনে সংক্রমিত ৬৬ জন। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লক্ষ ৮১ হাজার ৯৪৬ জন। অন্যদিকে, এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫ লক্ষ ৫৫ হাজার ৫২০ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮ হাজার ৯৯৮ জন। রাজ্যে একদিনে পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ২.১৯ শতাংশ।
এদিকে আজ দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত হয়েছে ১৩ হাজার ০৫৮ জন। ২৩১ দিনে সর্বনিম্ন এটিই। একই সময় ১৯ হাজার ৪৭০ জন সুস্থ হয়ে উঠেছেন। মৃত্যু হয়েছে ১৬৪ জনের। দেশের মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪০ লক্ষ ৯৪ হাজার ৩৭৩ জন। মোট সুস্থতার সংখ্যা ৩ কোটি ৩৪ লক্ষ ৫৮ হাজার ৮০১ জন। এতদিনে মোট প্রাণ হারিয়েছেন মোট ৪ লক্ষ ৫২ হাজার ৪৫৪ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৮৩ হাজার ১১৮ জন, যা ২২৭ দিনে সর্বনিম্ন।