করোনা গ্রাফের তেমন নড়চড় হল না আজ, শহরে আক্রান্ত ২৩৬

করোনা গ্রাফের তেমন নড়চড় হল না আজ, শহরে আক্রান্ত ২৩৬

a835f3d9b588ad64f5015e83b12ec5a1

কলকাতা: মোটামুটি রাজ্যের করোনা ভাইরাস সংক্রমণ গ্রাফ আজ প্রায় একই রকম। উত্তর ২৪ পরগনা এবং কলকাতা নিয়ে চিন্তা আজও রয়েছে আগের মতোই। কমছে তো না বরং দিন দিন উদ্বেগ বাড়ছে। আজও কলকাতায় আক্রান্ত ২০০-র ওপর চলে এসেছে তাই উদ্বেগ রয়েছেই! উত্তর ২৪ পরগনা নিয়েও চিন্তা যাচ্ছে না। তাই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা এখনই যে যাচ্ছে না তাও স্পষ্ট হয়ে যাচ্ছে বারবার। তাই এখন আরও বেশি সচেতন থাকতে হবে রাজ্যবাসীকে।  

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, আজ একদিনে রাজ্যে সংক্রমিত হয়েছেন ৮৫৪ জন। আজ রাজ্যের করোনা আক্রান্তদের মধ্যে ২৩৬ জন কলকাতার! অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও প্রথমে তিলোত্তমা। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে আক্রান্ত অনেকটা বেড়ে ১৫৯ জন। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬ লক্ষ ০১ হাজার ৫৮৬ জন। অন্যদিকে, একদিনে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১৩ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯ হাজার ২৮০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৮১৩ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫ লক্ষ ৭৪ হাজার ৩৩৩ জন। এদিকে, আজ রাজ্যে ৪ লক্ষ ৬৮ হাজার ৮১৬ জন টিকা পেয়েছেন। ইতিমধ্যে ৮ কোটি ২৯ লক্ষ ৬৮ হাজার ৯৭৯ জনের টিকাকরণ হয়ে গিয়েছে।

প্রসঙ্গত, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ০৯১ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ৩৪০ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৩ হাজার ৮৭৮ জন। মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ৩ কোটি ৩৮ লক্ষ ৯২৫ জন। দেশে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৪ লক্ষ ০১ হাজার ৬৭০ জন। অন্যদিকে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৬২ হাজার ১৮৯ জন। দেশের অ্যাকটিভ কেসের সংখ্যা এই মুহূর্তে ১ লক্ষ ৩৮ হাজার ৫৫৬ জন, যা গত ২৬৬ দিনে সর্বনিম্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *