কলকাতা: বাংলার করোনা ভাইরাস গ্রাফ আবার কিছুটা চিন্তা বাড়িয়ে দিল রাজ্য প্রশাসনের। মূলত কয়েকটি জেলাকে নিয়ে চিন্তা থাকছে যার মধ্যে রয়েছে কলকাতা। তবে আজ আবার শীর্ষ আক্রান্ত হয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। এই জেলার সংক্রমণ কিছুতেই বাগে আনা যাচ্ছে না। সব মিলিয়ে তৃতীয় ঢেউয়ের আগে বাংলাবাসীর চিন্তা থেকেই যাচ্ছে।
শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ৭০০ জন। যা গতকালের তুলনায় বেশি। সংক্রমণের শীর্ষে আজ রয়েছে উত্তর ২৪ পরগনা, সেখানে একদিনে আক্রান্ত ৮৭ জন। এরপরে রয়েছে, কলকাতা, সেখানে একদিনে আক্রান্ত ৭৮ জন। এরপরে রয়েছে দার্জিলিং, সেখানে ৭১ জন আক্রান্ত একদিনে। এদিকে, দক্ষিণ ২৪ পরগনায় ৬৩ জন, হাওড়ায় ৫৭ জন ও পূর্ব মেদিনীপুরে ৫৩ জন আক্রান্ত। সব মিলিয়ে রাজ্যের মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩৫ হাজার ৬৯৯ জন। এদিকে একদিনে রাজ্যে প্রাণ হারিয়েছেন ৬ জন। নদিয়াতেই মারা গিয়েছেন তিন জন। তবে আজ আবার কলকাতা মৃত্যুহীন। এখনো পর্যন্ত রাজ্যের মৃত্যু হয়েছে ১৮ হাজার ২৫৮ জনের। এদিকে, গত ২৪ ঘণ্টাতে সুস্থ হয়ে উঠেছেন ৭৪৬ জন। এ নিয়ে মোট ১৫ লক্ষ ৭ হাজার ২৭৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে রাজ্যের সুস্থতার হার ৯৮.১৫ শতাংশ। বাংলার মোট সংক্রমণের হার ৯.৪৭ শতাংশ। দৈনিক সংক্রমণের হার অবশ্য মাত্র ১.৩৬ শতাংশ।
আরও পড়ুন- ফ্রন্টলাইন ওয়ার্কাররা ক্ষতিপূরণ পেল না কেন? রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের
এদিকে, করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউ মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্য সরকার বিশেষজ্ঞদের দিয়ে একটি সমীক্ষা করার উদ্যোগ নিয়েছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ তথা কোভিড মোকাবিলায় রাজ্যের আন্তর্জাতিক পরামর্শদাতা কমিটির প্রধান অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে এই নিয়ে নতুন করে একটি সমীক্ষা শুরু করা হচ্ছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। ‘ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডায়জেস্টিক সায়েন্সে’র যৌথ উদ্যোগে এই সমীক্ষায় তৃণমূল স্তরে কাজ করা স্বাস্থ্য কর্মী এবং আশা কর্মীদের শামিল করা হবে।