কলকাতা: পরিস্থিতি স্বাভাবিক থাকলে পুজোর পরেই খুলবে রাজ্যের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়৷ তার আগে সকল কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়াকে দ্রুত টিকা দেওয়ার চিন্তা ভাবনা শুরু করল রাজ্য স্বাস্থ্য দফতর৷ যে সকল শিক্ষাকর্মী এখনও টিকা নেননি, তাঁদেরও টিকাকরণের আওতায় নিয়ে আসা হবে বলে জানানো হয়েছে৷
আরও পড়ুন- পুজোয় USA ভ্রমণ করতে পারবেন কি? এখনও নিশ্চিত নয়
এ বিষয়ে জেলা শাসকদের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে৷ এই মর্মে বুধবার সকল জেলাশাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের পাশাপাশি রাজ্যের উচ্চশিক্ষা দফতরেও এই নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে। বুধবার এই নির্দেশ দেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম৷ স্বাস্থ্য দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যৌথ ভাবে জেলা স্বাস্থ্য ও শিক্ষা দফতর এই কর্মসূচি সফল করবে। জেলা শাসকের তত্বাবধানে চলবে গোটা প্রক্রিয়াটি। শিক্ষা দফতরের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে কোথায় কোভিড ভ্যাকসিন সেন্টার করা হবে, কী ভাবে পড়ুয়াদের টিকাকরণ কর্মসূচি চালানো হবে, সেই সকল বিষয়গুলি৷
পুজোর পর স্কুল-কলেজ খোলার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গ্লোবাল অ্যাডভাইজরি বোর্ডের প্রধান নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ও শীঘ্র স্কুল-কলেজ খোলার প্রয়োজন রয়েছে বলে সুপারিশ করেছেন৷ ছাত্র ও শিক্ষক মহল থেকেও স্কুল-কলেজ খোলার দাবি উঠেছে৷ সেই প্রেক্ষিতে স্বাস্থ্য দফতরের এই নির্দেশে খুশি পড়ুয়া ও শিক্ষকরা৷ টিকাকরণের দায়িত্বে থাকা রাজ্যের অতিরিক্ত স্বাস্থ্য অধিকর্তা (পরিবার কল্যাণ) অসীম দাস মালাকার বলেন, “পুজোর পরেই কলেজ, বিশ্ববিদ্যালয় খোলার চিন্তা ভাবনা রয়েছে৷ তাই কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার আগে পড়ুয়াদের টিকাকরের উপর জোড় দেওয়া হচ্ছে৷ যে সকল পড়ুয়ার কোভিড টিকার একটি ডোজও নেননি, তাঁদের অন্তত প্রথম ডোজটি নিয়ে নিতে হবে।”