কলকাতা: আরও বাড়াল বাংলায় করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা৷ নবান্নে সাংবাদিক বৈঠক করে বাংলার করোনা তথ্য তুলে ধরেছেন মুখ্যসচিব রাজীব সিনহা৷
তিনি জানিয়েছেন রাজ্যে করোনায় ১৮ এপ্রিল বিকেল পর্যন্ত মৃত্যু হয়েছে ১২ জনের৷ করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১৭৮ জন৷ হাওড়ায় ৫৮০ জনের ইতিমধ্যেই নমুনা পরীক্ষা করা হয়েছে৷ ৩৫ হাজার ২০৯ জনকে গৃহনজরদারিতে রাখা হয়েছে৷
ইতিমধ্যেই হাওড়া, উত্তর ২৪ পরগনা জেলার করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ হাওড়া জেলাকে অতি স্পর্শকাতর এলাকা বলে নবান্ন থেকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রীর উদ্বেগের পরই আজ সকাল থেকে শুরু হয়েছে প্রশাসনিক কড়া নজরদারি৷
Total active cases in the state is 178 and the death toll is 12. 7 people have been discharged: West Bengal Chief Secretary Rajiv Sinha #Coronavirus pic.twitter.com/MybylrjJrD
— ANI (@ANI) April 18, 2020