আমি করোনা এক্সপ্রেস বলিনি! বলেছি, পাবলিক বলছে: মমতা

আমি করোনা এক্সপ্রেস বলিনি! বলেছি, পাবলিক বলছে: মমতা

কলকাতা: ‘করোনা এক্সপ্রেস’ বিতর্কে এবার মুখ খুললেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ নবান্নে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, তিনি কখনও শ্রমিক স্পেশাল ট্রেনকে ‘করোনা এক্সপ্রেস’ বলেননি, বলেছে তো পাবলিক৷

মঙ্গলবার দিল্লি থেকে বাংলায় ভার্চুয়াল জনসভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ সেই সভা থেকে ‘করোনা এক্সপ্রেস’ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেন অমিত শাহ৷ জানিয়ে দেন, ‘‘শ্রমিক স্পেশাল ট্রেনকে ‘করোনা এক্সপ্রেস’ বলে মমতা দিদি শ্রমিকদের অপমান করেছেন৷ এই ‘করোনা এক্সপ্রেস’ তৃণমূলকে বাংলার বাইরে পাঠিয়ে দেওয়ার পথ দেখিয়ে দেবে৷ কারণ, এই শ্রমিকরা ভুলতে পারবেন না তাঁদের যন্ত্রণার কথা৷’’
অতিম শাহের অভিযোগের ২৪ ঘণ্টা পর ননবান্নে বসে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, ‘‘আমি কিন্তু করোনা এক্সপ্রেস বলিনি, বলেছি পাবলিক বলছে৷ আমার প্রথম দিনের বক্তব্য শুনলে বুঝতে পারবেন৷’’

পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর বিষয়ে রেলের অব্যবস্থার প্রসঙ্গে বলতে গিয়ে ‘শ্রমিক স্পেশাল’ ট্রেনকে ‘করোনা এক্সপ্রেস’ বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রীর কটাক্ষ প্রসঙ্গে রাজ্যজুড়ে হইচই পড়ে যায়৷ দিল্লির রাজনীতির ময়দানেও তা সরাসরি প্রভাব ফেলে৷ মঙ্গলবার ভার্চুয়াল সভায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধতে গিয়ে অমিত শাহ তুলে আনেন ‘করোনা এক্সপ্রেস’ প্রসঙ্গে৷ আজ তার পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

জানান, তিনি কখনও  ‘করোনা এক্সপ্রেস’ বলেননি৷ কেননা, শ্রমিকদের জন্য সহানুভূতির সঙ্গে রাজ্য সরকার কাজ করেছে৷ তাঁদের সহযোগিতা করা হচ্ছে৷ এরপর মুখ্যমন্ত্রী বলেন, ‘‘লকডাউনের আগে পরিকল্পনা করে শ্রমিক স্পেশাল চালিয়ে যদি সকলকে বাড়ি পৌঁছে দিতেন, তাহলে তাঁদের অসহায় হয়ে দিন কাটাতে হত না৷’’ এরপর মুখ্যমন্ত্রীর যুক্ত, ‘‘বাংলা থেকে কেউ কিন্তু ফিরে যেতে চাননি, কারণ, তাঁরা যত্নে রয়েছেন, কাজ রয়েছে এখানে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

প্রভাবশালী বলে পরীক্ষা এড়ানো যাবে না, চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

প্রভাবশালী বলে পরীক্ষা এড়ানো যাবে না, চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

কলকাতা: দায়িত্বজ্ঞানহীনের মত কাজ করবেন না৷ বিদেশ থেকে ফিরলে শপিং মলে গেলাম, পার্কে গিয়ে ছুটি কাটালাম, সেই সমস্ত চলবে না৷ প্রভাবশালী বলে কোনও পরীক্ষা-নিরীক্ষা করলাম না, সেই সমস্ত কখনও বরদাশ্ত করা হবে না৷ নবান্ন থেকে করানো আক্রান্ত ইস্যুতে কড়াবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ সকলের উদ্দেশ্যে পরামর্শ, এই দু’একটা দিন একটু সতর্ক থাকুন৷

আজ নবান্ন থেকে একগুচ্ছ পরিষেবার সূচনা করে করোনা সংক্রান্ত বেশ কিছু সতর্কতা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ লন্ডন থেকে করোনা সংক্রমণ নিয়ে বাংলায় আশা যুবক ও তাঁর আমলা মায়ের নাম না করে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী৷ নিয়ম সবার জন্য সমান বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মমতা৷ বলেন, আমি সবার কাছে অনুরোধ করব, যারা বিদেশ থেকে আসছেন, তাদের কাছে আমার একটাই অনুরোধ, এখানে ভিআইপি, এলএলপি করার কোন জায়গা নেই৷ আমার ঘরেও যে নিয়ম ফলোআপ হবে, আপনার ঘরেও সেই নিয়ম কার্যকর হবে৷’’

এরপর মুখ্যমন্ত্রী বলেন, ‘‘যারা আসছেন বিদেশ থেকে, তাদের আমি বলব, নিজেদের পরীক্ষা করান৷ আপনাদের নিজেদের আলাদা করে আইসোলেট করে থাকা৷ কারণ ৯৫ হাজার বিদেশি যারা আছেন, তাঁরা কদিনে কলকাতা এসেছেন৷ আগামীকাল সকাল পর্যন্ত ফ্লাইট আসবে৷ সুতরাং যাঁরা আসছেন, তাদের ওয়েলকাম৷ কিন্তু আমরা অসুখে কখনও স্বাগত করব না৷ অসুখ আপনার হোক বা আমার হোক, দয়া করে দেখবেন৷ আর নিজেদের আলাদা রাখবেন৷’’

মুখ্যমন্ত্রীর বার্তা, ‘‘আমি হঠাৎ বিদেশ থেকে এলাম, বেরিয়ে পড়লাম৷ শপিংমলে ঘুরতে চলে গেলাম৷ হবে না৷ সেখানে আমার সংস্পর্শে এসে আরও পাচজন আক্রান্ত হল৷ হঠাৎ করে আমি পার্কে চলে গেলাম, আরও ৫০০জন আক্রান্ত হল৷ এই হব চলবে না৷ আমার পরিবারের কেউ না কেউ প্রভাবশালী লোক, তাই আমি পরীক্ষা করলাম না৷ আমি এটাকে সমর্থন করি না৷’’ লন্ডন থেকে ফেরা আমলাপুত্রের শরীরে করোনা সংক্রমণের হদিস ঘিরে তুঙ্গে ওঠে বিতর্ক৷ অভিযোগ, রবিবার বিদেশ থেকে ফেরা ওই আমলাপুত্রকে বিমানবন্দর থেকে দু’বার বেলাঘাটা আইডিতে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়৷ কিন্তু, আমলাপুত্র তা করেননি৷ উল্টে লন্ডল থেকে রোগ বাধিয়ে শহরে ভ্রমণ করেন ওই যুবক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‘পরিকল্পিত গণহত্যা’, দিল্লিকাণ্ডে মোদি-শাহকে তোপ মমতার

‘পরিকল্পিত গণহত্যা’, দিল্লিকাণ্ডে মোদি-শাহকে তোপ মমতার

কলকাতা: দিল্লিকাণ্ড ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশেই। এরই মধ্যে ওই ঘটনার তীব্র নিন্দা করে সোমবার নেতাজি ইন্ডোর থেকে সরাসরি কেন্দ্রের দিকে আঙুল তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'পরিকল্পিত গণহত্যা' বলে উল্লেখ করেছেন তিনি। নাগরিকত্বের নামে অন্যায় কাজ করছে বিজেপি, এদিন এমনও অভিযোগ তুলেছেন তৃণমূল সুপ্রিমো।

একদিকে 'ফার্স্ট কান্ট্রি'-র প্রেসিডেন্টকে সম্বর্ধনা জানানোর তোড়জোড়। অন্যদিকে রাজধানীর বুকে নৃশংস ঘটনা। দিল্লিকাণ্ডে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এদিকে নেতাজি ইন্ডোর থেকে এই পরিস্থিতিকে 'পরিকল্পিত গণহত্যা' বলে মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'বিজেপি এরপরও ক্ষমা চায়নি', মন্তব্য তৃণমূল প্রধানের। দিল্লিকাণ্ডের জেরে প্রাণনাশের প্রসঙ্গ তুলে তিনি স্পষ্ট জানিয়েছেন, 'এসব চলতে পারে না।' হিন্দু ও মুসলমানের মধ্যে সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে তাঁকে এদিন এও বলতে শোনা যায়, 'বন্যার জল যখন আসে তখন কি বন্যার জল দেখে দেখে মুসলমানের ঘরে ঢোকে, আর হিন্দুর ঘরে ঢোকে না?' বিজেপি-র অন্যায় কার্যকলাপ রোখার জন্য কর্মসূচিরও ঘোষণা করেন তিনি।