কলকাতা: প্রথম দিনেই উত্তাল বিধানসভার বাজেট অধিবেশন৷ পুরভোটে সন্ত্রাসের অভিযোগে ওয়েলে নেমে ব্যাপক বিক্ষোভ শুরু করেন বিজেপি বিধায়করা৷ যার জেরে ভাষণ শুরু করতেই পারলেন না রাজ্যপাল জগদীপ ধনকড়৷ রাজ্যপাল অধিবেশন কক্ষে প্রবেশ করতেই প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা৷ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তাঁরা ওয়েলে নেমে চরম হইচই শুরু করেন৷
আরও পড়ুন- বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে গোপন স্থানে বৈঠকে লকেট, পাল্টাচ্ছে রাজ্য BJP-র সমীকরণ?
রাজ্যপাল ভাষণ শুরু করার আগেই বিজেপি বিধায়কদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে বিধানসভা কক্ষ৷ ‘‘ভারত মাতা কী জয়, ছাপ্পা ভোটের সরকার আর নেই দরকার, মানুষ মারা সরকার আর নেই দরকার,’’ বলে স্লোগান দিতে থাকেন তাঁরা৷ রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর বিরোধীদের শান্ত হওয়ার অনুরোধ করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কাজ না হওয়ায় বক্তৃতা না দিয়েই বসে পড়েন রাজ্যপাল। এক সময় বিধানসভা থেকে বেরিয়ে যেতে চান তিনি৷ বিজেপি বিধায়কদের উদ্দেশে তিনি কিছু বলতে চাইলেও তাতে কোনও প্রভাব পড়েনি৷ অন্যদিকে, রাজ্যপালকে হাতজোড় করে ভাষণ শুরু করতে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর অনুরোধে বেশ কিছুক্ষণ পর আসন গ্রহণ করেন রাজ্যপাল৷
সোমবার বেলা ২টোয় রাজ্যপালের ভাষণ দিয়ে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু রাজ্যপাল বিধানসভায় প্রবেশ করতেই বিরোধী দলনেতার নেতৃত্বে ব্যানার হাতে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। বিজেপি বিধায়কদের বারবার শান্ত হওয়ার অনুরোধ জানিয়েও লাভ হয়নি৷ এর পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ডেকে পাঠান রাজ্যপাল। কিন্তু এর পরেও কোনও রফাসূত্র মেলেনি। এর পর ফের রাজ্যপাল বিধানসভা ত্যাগ করার চেষ্টা করলে তৃণমূলের মহিলা বিধায়করা তাঁর পথ আটকান।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>