২৪ ঘণ্টায় প্রায় ১ ডিগ্রি চরল পারদ, বর্ষবরণের আগে আরও কমবে ঠান্ডা

২৪ ঘণ্টায় প্রায় ১ ডিগ্রি চরল পারদ, বর্ষবরণের আগে আরও কমবে ঠান্ডা

59fd57981d84cf6e51796a38f7a1dd7f

কলকাতা: পশ্চিমী ঝঞ্ঝা আর ঘূর্ণাবর্তের জোড়া ফলায় আপতত থমকে শীতের ঝোড়ো ইনিংস৷ কনকনে ভাব হারিয়ে বাড়তে শুরু করেছে তাপমাত্রা৷ ডিসেম্বরের শেষ সপ্তাহে শহরের তাপমাত্রা পৌঁছল ১৮ ডিগ্রি সেলসিয়াসে৷ গত ২৪ ঘণ্টায় প্রায় ১ ডিগ্রি চড়ল পারদ৷ 

আরও পড়ুন- বঞ্চনার তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর! প্রশাসন থেকেও নেই, বলছেন বাসিন্দারা

শীত কিছুটা থিতু হতেই তাতে বাধ সাধল পশ্চিমী ঝঞ্ঝা৷ যার ধাক্কায় সোমবার প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেল সর্বনিম্ন তাপমাত্রা৷ রবিবার তিলোত্তমায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস৷ সোমবার সকালে হাওয়া অফিসের পূর্বাভাস, আজ রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত৷ সেই সঙ্গে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ তবে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷

বিহারের ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সমুদ্র থেকে প্রচুর জলীয় বাষ্প এ রাজ্যে ঢুকতে শুরু করেছে৷ সোমবার থেকে আকাশ মেঘলা থাকবে বলে ইতিমধ্যেই জানিয়েছে আবহাওয়া দফতর। যার জেরে বছরের শেষ সপ্তাহে তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে৷ 

এদিকে বর্ষশেষে ভিজবে দক্ষিণবঙ্গ৷ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব-পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, নদিয়া এবং হুগলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস৷ সোমবার হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং হাওড়ায় আকাশ মেঘলা থাকবে৷ বৃষ্টিপাতের জেরে বৃহস্পতিবার পর্যন্ত শহরের তাপমাত্রাও বাড়বে৷ তবে বৃষ্টি শেষে বর্ষবরণের রাতে ফের শীতের আমেজ ফিরে পাবে কলকাতাবাসী, এমনটাই আশা করা হচ্ছে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *