rainfall
কলকাতা: শীতের বিদায়লগ্নে বৃষ্টির ভ্রুকুটি৷ বঙ্গোপসাগরে তৈরি হওয়া উচ্চচাপ বলয়ের জেরে মঙ্গলবার রাত থেকেই দফায় দফায় পৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে৷ যদিও কোথাও ভারী বৃষ্টি হয়নি৷ বৃহস্পতিবারও রাজ্যের বেশ কয়েকটি জেলায় আকাশ মেঘলাই থাকবে। বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। আপাতত শুক্রবার পর্যন্ত এই পরিস্থিতি চলবে। শনিবার থেকে কাটবে দুর্যোগ৷
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃহস্পতিবার অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়৷ বৃষ্টি হতে পারে কলকাতা-সহ হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায়। দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের মধ্যেই বাড়বে পুবালি হাওয়ার দাপট। তবে হাওয়া অফিস জানাচ্ছে, বৃষ্টি থামলেও নতুন করে তাপমাত্রা কমার খুব একটা সম্ভাবনা নেই। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস৷ সর্বোচ্চ তাপমাত্রাও বেড়ে পৌঁছয় ২৬.৯ ডিগ্রি সেলসিয়াসে। ফেব্রুয়ারি মাসে শীতপ্রেমীদের জন্য খুশির খবর শোনাতে পারেনি হাওয়া অফিস৷ ফেব্রুয়ারির শুরুতে সিকিমে ফের তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। যার কিছুটা প্রভাব পড়বে দার্জিলিঙের উঁচু এলাকাগুলির উপরে।