ঘনাচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ

কলকাতা: শ্রাবণ মাস পড়ে গিয়েছে৷ তবে শ্রাবণের ধারা এখনও নামেনি৷ বরং বাংলা থেকে অনেকটাই দূরে সরে গিয়েছে মৌসুমী অক্ষরেখা। দক্ষিণবঙ্গ থেকে বিরতি নিয়েছে বর্ষা৷ তবে…

কলকাতা: শ্রাবণ মাস পড়ে গিয়েছে৷ তবে শ্রাবণের ধারা এখনও নামেনি৷ বরং বাংলা থেকে অনেকটাই দূরে সরে গিয়েছে মৌসুমী অক্ষরেখা। দক্ষিণবঙ্গ থেকে বিরতি নিয়েছে বর্ষা৷ তবে এরই মধ্যে বঙ্গোপসাগরে ঘনাল নিম্নচাপ৷ বর্তমানে উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর রয়েছে এর অবস্থান৷ যার জেরে বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গের মতো দক্ষিণ ততটাও মিলবে না বৃষ্টির দাক্ষিণ্য।

হালকা বৃষ্টির মধ্যে দিয়েই এই সপ্তাহটা কাটবে বলে পূর্বাভাস। আগামী সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের ম্ভাবনা রয়েছে৷ বৃষ্টি হবে উত্তরবঙ্গের একাধিক জেলায়৷ শুক্রবার বিকেলের পর থেকে কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার অর্থাৎ ২১ জুলাইয়ে কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর৷