প্রবল বর্ষণ উত্তরে, জোড়া ঘূর্ণাবর্তের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণেও

কলকাতা: দক্ষিণে আসতে খানিক বিলম্ব করলেও, চলতি বছরে স্বাভাবিক সময়ের আগেই দেশের মূল ভূ-খণ্ডে বর্ষা ঢুকেছে৷ গোটা দেশের বিস্তীর্ণ অংশের সঙ্গে আপাতত বাংলাতেও সক্রিয় মৌসুমি…

কলকাতা: দক্ষিণে আসতে খানিক বিলম্ব করলেও, চলতি বছরে স্বাভাবিক সময়ের আগেই দেশের মূল ভূ-খণ্ডে বর্ষা ঢুকেছে৷ গোটা দেশের বিস্তীর্ণ অংশের সঙ্গে আপাতত বাংলাতেও সক্রিয় মৌসুমি বায়ু। আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় দুর্যোগ চলবে৷ সেই সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণের জেলায় জেলায়৷

 

মঙ্গলবার প্রায় দিনভর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। বুধবার সকাল থেকেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েই চলেছে। আপাতত পরিস্থিতি বদলের কোনও সম্ভাবনা নেই। বরং জোড়া ঘূর্ণাবর্তের জেরে সপ্তাহভর বৃষ্টি হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস৷ দক্ষিণে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ৷ যার জেরে কিছুটা হলেও কমবে তাপমাত্রা।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *