ঝড়-বৃষ্টির সম্ভাবনা কি আর আছে? যা বলছে হাওয়া অফিস

কলকাতা: চলতি সপ্তাহের শুরু থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গ মাঝারি বৃষ্টিপাতের সাক্ষী থেকেছে। আর সিকিম এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে তো এখন তুষারপাত হচ্ছে, সঙ্গে মাঝে মাঝেই চলছে খানিক বৃষ্টি। তবে কি সপ্তাহ শেষে বা আগামী সপ্তাহে আর বৃষ্টির সম্ভাবনা আছে বঙ্গে? এই নিয়ে তথ্য দিয়েছে আবহাওয়া দফতর। বলা হয়েছে, সপ্তাহান্তে ফের হতে পারে ঝড়-বৃষ্টি।
আরও পড়ুন- টানা ৩৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ED-র হাতে গ্রেফতার শান্তনু ঘনিষ্ঠ ব্যবসায়ী অয়ন শীল
হাওয়া অফিসের পূর্বাভাস, উত্তরবঙ্গের বেশকিছু জেলায় মাঝারি বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত মুর্শিদাবাদ, পূর্ব-পশ্চিম বর্ধমান, নদিয়া এবং উত্তর ২৪ পরগনাতে বর্ষণ হতে পারে। আর বাকি জেলাতে হালকা মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ-সহ হতে পারে। তাছাড়া আগামী বুধবারের মধ্যে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও আছে। যদিও এই বৃষ্টির ফলে গরমে প্রভাব খুব একটা কমবে এমনটা নয়।
আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে রাজ্যের গড় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৫ ডিগ্রির মধ্যেই। যদিও স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে এত বেশি নয়। সেখানে গড় তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রি। অনুমান করা হচ্ছে, আপাতত আর নতুন করে আর পারদ পতনের সম্ভাবনা নেই। এদিকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। যার জেরে রাজ্যের বিভিন্ন জেলাতেই অল্প স্বস্তির বৃষ্টির দেখা মিললেও মিলতে পারে।