তাপমাত্রা কমল কিন্তু স্থায়ী হবে শীত? কী বলছে হাওয়া মহল

তাপমাত্রা কমল কিন্তু স্থায়ী হবে শীত? কী বলছে হাওয়া মহল

09ab3747901356d4d46375c082d2a436

কলকাতা: বিগত কিছু দিনের তুলনায় অনেকটাই কমেছে পারদ। আবার একবার জাঁকিয়ে শীত পড়েছে বঙ্গে। খুশি হয়েছে রাজ্যবাসী। কিন্তু এই শীত কি স্থায়ী হবে? এটাই যেন একটা বড় প্রশ্ন। যদিও আলিপুর আবহাওয়া দফতর কিছুটা হলেও খুশির খবর দিচ্ছে। পূর্বাভাস দেওয়া হয়েছে, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই এই সপ্তাহে। তাই পরবর্তী কয়েকদিন ঠান্ডা স্থায়ী হবে বাংলায়। আরও জানান হয়েছে যে, আগামী ৩-৪ দিনে তাপমাত্রা আরও কিছুটা কমবে।

আরও পড়ুন- ঢুকছে উত্তুরে হাওয়া, হু হু করে নামবে পারদ, হাড় কাঁপানো শীতের ইঙ্গিত হাওয়া অফিসের

আবহাওয়া দফতর জানাচ্ছে, হু হু করে ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া। শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা ১২.১ ডিগ্রি সেলসিয়াস। যেটা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। পরবর্তী কয়েকদিনে জেলার তাপমাত্রা ৯-১০ ডিগ্রিতেও নেমে যেতে পারে। আসলে এতদিন পশ্চিমী ঝঞ্ঝার কারণে মেঘলা আকাশ ছিল যা শীতের জন্য বাধা সৃষ্টি করছিল। কিন্তু এখন তা কেটে যাওয়ায় শীত বাড়ছে নিজের মতো করে। যদিও পরের সপ্তাহে শনিবার, রবিবার বৃষ্টি হওয়ার একটা কিঞ্চিৎ সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থাৎ সরস্বতী পুজোর দিন ভিজতে পারে শহর। উত্তর পশ্চিম ভারতে ঢুকতে পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে তামিলনাড়ুতে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত জেরে এই বৃষ্টি হবে বলে আভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। তবে বৃষ্টির কারণে যে শীত একেবারে বিদায় নেবে তা নয়। আগামী কয়েক সপ্তাহ বাংলায় শীত থাকবে বলে আশ্বাস দিয়েছে হাওয়া অফিস।

আসলে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে বারবার ব্যাঘাত ঘটেছে শীতের ইনিংসে৷ এমনকী পৌষ পার্বনের দিনেও উধাও হয়েছে শীত৷ শীতের কনকনানি ছাড়াই পিঠে-পুলি খেয়েছে বাংলার মানুষ৷ তাই আবার বৃষ্টি হবে শুনলেই মনে হচ্ছে যে এটাই হয়তো শীতের শেষ। কিন্তু আদতে তা নয়। তাপমাত্রা আগের থেকে অল্প বাড়লেও শীতের ইনিংস সহজে শেষ হচ্ছে না বলেই পূর্বাভাস। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *