সপ্তাহের শুরুতেই বৃষ্টি নামবে দুই বঙ্গে, দক্ষিণে ভিজবে কোন কোন জেলা

কলকাতা: ভরা মরশুমে যেন রোদ-বৃষ্টির লুকোচুরি। বর্ষা শেষ হতে চলল, অথচ দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই৷ তবে উত্তরবঙ্গে বৃষ্টির কোনও খামতি রাখেনি প্রকৃতি৷ প্রবল বৃষ্টির পর…

কলকাতা: ভরা মরশুমে যেন রোদ-বৃষ্টির লুকোচুরি। বর্ষা শেষ হতে চলল, অথচ দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই৷ তবে উত্তরবঙ্গে বৃষ্টির কোনও খামতি রাখেনি প্রকৃতি৷ প্রবল বৃষ্টির পর উত্তরে খানিকটা থেমেছে বারিধারা৷ এরই মধ্যে ফের বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। দুই বঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বীাভাস দেওয়া হয়েছে৷৷ বৃষ্টি হবে শহর কলকাতাতেও। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। বিক্ষিপ্তভাবে ভারীর পাশাপাশি সমুদ্র থাকবে উত্তাল। মৎস্যজীবীদের এই দু’দিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷

 

বঙ্গোপসাগরের নিম্নচাপটি ওডিশা থেকে ছত্তিশগড়ের নিকটবর্তী এলাকা পর্যন্ত অবস্থান করছে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং উত্তর ২৪ পরগনায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে৷  বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে৷ তবে  সব জেলাতেই বিক্ষিপ্ত বর্ষণ চলবে৷