আগামীকাল থেকে প্রবল বৃষ্টি, ৭০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা হাওয়া অফিসের

আগামীকাল থেকে প্রবল বৃষ্টি, ৭০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা হাওয়া অফিসের

a80430e33af21de7464d164dbccf378e

কলকাতা: বিগত কয়েক দিন ধরেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে এখনও পর্যন্ত সেই ভাবে কালবৈশাখীর দেখা মেলেনি পশ্চিমবঙ্গে। যদিও এবার বড়োসড়ো সতর্কবার্তা দিল হাওয়া অফিস। জানানো হয়েছে আগামীকাল থেকে কয়েকদিন ব্যাপক ভাবে পরিবর্তিত হবে আবহাওয়া। ঘূর্ণাবর্তের সতর্কতার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

হাওয়া অফিস জানাচ্ছে, মধ্যপ্রদেশের ওপর উপস্থিত ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা পশ্চিমবঙ্গের মধ্যাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়ে আছে। তার প্রেক্ষিতে আগামীকাল থেকে ৬ মে পর্যন্ত এই ঘূর্ণবাত পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসবে এবং তার সঙ্গে সমুদ্র থেকে আগত জলীয়বাষ্প সম্পৃক্ত বায়ুর স্থলভাগের প্রবেশ করার জন্য বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। হাওয়ার গতিবেগ প্রায় ঘন্টায় ৭০ কিলোমিটার হতে পারে বলে সতর্কতা দেওয়া হয়েছে। মূলত কোচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ার, মুর্শিদাবাদ এবং নদীয়া সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এমনটাই বলছে আবহাওয়া দফতর। 

ইতিমধ্যেই করোনা ভাইরাস সংক্রমণের বৃদ্ধির জন্য নাজেহাল অবস্থা পশ্চিমবঙ্গবাসীর। তার ওপর সম্প্রতি ভূমিকম্প হয়েছে উত্তর ভারতে যার প্রভাব কিছুটা হলেও পড়েছে বাংলায়। এবার আবার ভারী বৃষ্টিপাতের সঙ্গে বড় ঝড়ের পূর্বাভাস দেওয়া হল যা অবশ্যই আতঙ্ক বাড়িয়েছে রাজ্যবাসীর। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *