weather
কলকাতা: শুক্রবার সকাল পর্যন্ত আকাশের মুখ ভার ছিল। অনেকেই ভেবেছিলেন এই সপ্তাহের শেষেও বৃষ্টি দেখতে হবে। কিন্তু যে নিম্নচাপের কারণে এত বৃষ্টি হচ্ছিল তা ধীরে ধীরে বাংলাদেশের দিকে সরে যাওয়ার খবর আগেই মিলেছিল। এবার আবহাওয়া দফতর আরও জানাল, আপাতত বৃষ্টি আর হচ্ছে না! অর্থাৎ, আগামী কিছুদিন জমিয়ে পুজোর শপিং করা যেতেই পারে। এছাড়া পুজোর সময়ও বৃষ্টি হওয়ার সম্ভাবনা ক্ষীণ বলেই জানান হয়েছে।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, আগামী বুধবার পর্যন্ত বৃষ্টি হওয়ার তেমন কোনও সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ খুব হালকা বৃষ্টি হলেও হতে পারে। যদিও তা খুব বেশি দীর্ঘস্থায়ী হবে না। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সোমবারের পর আবহাওয়ার আরও উন্নতি হবে বলেও জানান হয়েছে। এক কথায়, পুজোর আগে যে আবহাওয়া বাঙালি চেয়েছিল ঠিক সেই অবস্থাই তৈরি হতে যাচ্ছে। কিন্তু বৃষ্টি কমে গিয়ে চাপা গরম বাড়বে বলে জানিয়েছে হাওয়া মহল, এটা আবার অন্য এক অস্বস্তির খবর।
এও জানা গিয়েছে, বর্তমানে রাজ্যের বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প রয়েছে। যা স্থানীয়ভাবে বৃষ্টির মেঘ সৃষ্টি করবে। উত্তর ও মধ্য ভারত থেকে আপাতত বর্ষা বিদায় নেওয়ার প্রস্তুতি শুরু করেছে৷ দু-একদিনের মধ্যেই বিদায় নেবে সে। তবে পূর্ব ভারত থেকে এখনও বর্ষা বিদায়ের ইঙ্গিত মেলেনি।