Aajbikel

দহন জ্বালা জুড়িয়ে ৪৮ ঘণ্টার মধ্যেই বৃষ্টি দক্ষিণবঙ্গের তিন জেলায়, পূর্বাভাস হাওয়া অফিসের

 | 
বৃষ্টি

 কলকাতা: হাঁসফাঁস করা গরমের মাঝেই এল স্বস্তির বার্তা৷ দহন জ্বালা জুড়িয়ে দক্ষিণবঙ্গে নামতে চলেছে স্বস্তির বৃষ্টি৷ বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহান্তে বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের তিনটি জেলা। আশা, এতে দক্ষিণবঙ্গের গত দু’দিনের অসহ্য গরম কিছুটা কমবে। বৃষ্টি না হলেও বাকি জেলাগুলিতে কিছুটা সহনীয় হবে আবহাওয়া। 

এপ্রিলের শেষে বৃষ্টি নেমে কিছুটা স্বস্তি দিয়েছিল দক্ষিণবঙ্গের মানুষকে৷ মে মাসের গোড়াতেই লেগেছিল বৃষ্টি ভেজা হাওয়ার প্রলেপ৷ এর পর থেকেই লাফিয়ে বাড়তে থাকে তাপমাত্রা৷ নেপথ্য খলনায়ক ঘূর্ণিঝড় ‘মোকা’৷ তবে এবার মিলতে পারে কিছটা স্বস্তি৷ আগামী শনিবারই দক্ষিণবঙ্গে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ঝড়-বৃষ্টির পরিস্থিতি চলতে পারে রবিবার পর্যন্ত। মহাগনরে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও কলকাতা সংলগ্ন তিন জেলা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। তবে বৃষ্টি না হলেও শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের ৯টি জেলায় নতুন করে তাপপ্রবাহের সতর্কতা কিন্তু থাকছে না। এই নয় জেলার মধ্যে কলকাতা ছাড়াও রয়েছে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম।

তবে বৃষ্টি আসার আগে বৃহস্পতিবার কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ছাড়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। শুক্রবার তীব্র দহন জ্বালা সইতে হতে পারে বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার মানুষকে। তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই তাপমাত্রা কমবে। মিলবে খানিক স্বস্তি৷ 

Around The Web

Trending News

You May like