Aajbikel

'মোকা'-য় অস্বস্তিতে মহানগর! তিনদিন চলবে তাপপ্রবাহ, কবে নামবে স্বস্তির বৃষ্টি?

 | 
গরম

 কলকাতা: তীব্র দহন জ্বালা জুড়িয়ে এপ্রিলের শেষ থেকে নেমেছিল স্বস্তির বৃষ্টি৷ কলকাতা-সহ বৃষ্টিতে ভিজেছিল প্রায় গোটা দক্ষিণবঙ্গ৷ মে মাসের শুরুতেও ছিল সেই শীতল ছোঁয়া। হালকা বৃষ্টি আর ভেজা হাওয়া ঝলসানো শহরের বুকে লাগিয়েছিল স্বস্তির প্রলেপ৷  তবে ফের মাথার উপরে জ্বলছে গনগনে সূর্য৷ বাতাসে বইছে লু৷ এর নেপথ্যে রয়েছে ঘূর্ণিঝড় 'মোকা'৷ এর প্রভাবে ফের দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের অশনি সঙ্কেত। ভোরের আলো ফুটতে না ফুটতেই গায়ে জ্বালা ধরাচ্ছে সূর্যের তেজ৷ বেলা বাড়তেই হাঁসফাঁস করছে শহর। বুধবার পূর্ব মেদিনীপুর ও কলকাতা ছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস৷ এই অবস্থায় একটাই প্রশ্ন, কবে নামবে স্বস্তির বারিধারা?


আলিপুর জানাচ্ছে, বৃহস্পতিবার পর্যন্ত এই তাপপ্রবাহ চলবে৷ আজ দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান , হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। দক্ষিণের পাশাপাশি উত্তরের দুই জেলা মালদহ ও দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের সতর্কতা রয়েছে৷ মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৯ ডিগ্রি সেলসিয়াস। এটিও স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টি হয়নি। আপাতত যা পূর্বাভাস, তাতে আজ আকাশ রৌদ্রজ্জ্বল থাকবে৷ আগামিকাল সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রির আশোপাশে থাকবে, সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

আগামীকাল দক্ষিণবঙ্গের বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। কলকাতা এবং পূর্ব মেদিনীপুর বাদে দক্ষিণবঙ্গের বাকি জেলাতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে। উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরেও রয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা।

তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। শনি ও রবিবার উপকূলবর্তী জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বাতাস ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। এরপরেও দার্জিলিং ও কালিম্পং সহ পার্বত্য এলাকায় বৃষ্টিপাল চলবে।


এদিকে তাপমাত্রা ওঠাপড়ায় ফের বাড়ছে অসুখের প্রকোপ৷ শিশুরা তো বটেই, জ্বর, সর্দি, কাশিকে ভুগছেন বয়স্করাও। আবহাওয়ার এই রকমফের দেখে চিকিৎসকরা বলছেন, জ্বর-সর্দি-কাশি হলেই সতর্ক থাকুন। কাশি হলে সহজে কমতে চাইছে না। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই সময় বাড়তি সতর্কতা ও যত্নের প্রয়োজন রয়েছে বসেই জানাচ্ছেন চিকিৎসকরা৷ 

Around The Web

Trending News

You May like