সামান্য কমল শীত, আজ থেকেই হতে পারে বৃষ্টি, ইঙ্গিত হাওয়া অফিসের

সামান্য কমল শীত, আজ থেকেই হতে পারে বৃষ্টি, ইঙ্গিত হাওয়া অফিসের

কলকাতা:  সকাল থেকেই বেশ মেঘলা আকাশ৷ সামান্য বেড়েছে রাতের তাপমাত্রাও৷ হাওয়া অফিসের পূর্বাভাস, পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপ অক্ষরেখার কারণে শুক্রবার থেকেই আকাশে মেঘ জমতে শুরু করবে। কিছুটা হলেও কমবে শীতের কামড়৷ শুক্রবার কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস৷ 

আরও পড়ুন- দ্বন্দ্ব বহাল, আমলা বিতর্কে মোদীকে দ্বিতীয় চিঠি মমতার

গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত না হলেও, শুক্রবার থেকে বৃষ্টি হতে পারে জানিয়েছে হাওয়া অফিস৷ সেই সঙ্গে উত্তরবঙ্গে রয়েছে শিলাবৃষ্টির পূর্বাভাস৷ বৃষ্টিপাত হলে বাড়বে রাতের তাপমাত্রা৷ তবে কী এই বৃষ্টির পরেই উধাও হবে শীত? নাকি মরশুম শেষের আগে আরও একবার কাঁপুনি ধরাবে ঠান্ডা৷ এই প্রশ্নেরই উত্তর খুঁজছে বাঙালি৷  

এর আগে দু’দুটি পশ্চিমী ঝঞ্ঝা আর  ঘূর্ণাবর্তের জেরে বঙ্গে মুখ থুবড়ে পড়েছে শীত৷ হয়েছে অকাল বৃষ্টি৷ হাওয়া অফিস জানাচ্ছে আগামীকাল থেকে ফের মেঘ জমতে শুরু করবে৷ কোনও কোনও জায়গায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে৷ শনিবার থেকে সোমবার বৃষ্টির পরিমাণ বাড়বে৷ উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে৷ যার ফলে রাতের তাপমাত্রাও ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে ইঙ্গিত হাওয়া অফিসের৷ ফলে পৌষের মতো মাঘেও ভিজবে বাংলা৷ 

মেদিনীপুরের পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে  উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায়। ২২ জানুয়ারি শনিবার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় হালকা বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলিতেও আকাশের মুখ থাকবে ভার৷ আগামী দুই দিন বাড়বে রাতের তাপমাত্রাও।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + one =