কলকাতা: ক্রমশই নামছে তাপমাত্রার পারদ। রাজ্যে প্রবেশ করছে উত্তরে হাওয়া। আগামী ৪৮ ঘণ্টায় আরও বেশ কিছুটা নিম্নমুখী হবে তাপমাত্রার পারদ, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা। ডিসেম্বরের প্রথম সপ্তাহেও ঝাঁকিয়ে ঠান্ডা না পড়ায় হতাশ হচ্ছিলেন শহরবাসী। কিন্তু এবার তাঁদের আশার কথা শোনাল আলিপুর হাওয়া অফিস। ডিসেম্বরের মাঝামাঝি থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গ ঝাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা।
