Aajbikel

শীত-বসন্তের সন্ধিক্ষণে বাংলা, দক্ষিণে পারদের ওঠানামা, কেমন কাটবে সরস্বতী পুজো?

 | 
শীত

কলকাতা: মাঘ শেষের আগেই দক্ষিণবঙ্গ থেকে উধাও কনকনে শীত৷ বরং চলছে পারদের ওঠানামা৷ মাঝেমধ্যেই আবার আকাশ ঢাকা পড়ছে মেঘে৷ কখনও আবার ঝকঝকে আকাশ৷ আর কতদিন চলবে আবহাওয়ার এই খামখেয়ালি? হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকদিন এমনই পরিস্থিতি বজায় থাকবে। কখনও আকাশ মেঘলা হবে, কখনও থাকবে পরিষ্কার। তবে নতুন করে শীত আর দাপট দেখাতে পারবে না৷ তবে বসন্তের আগমনের আগে আবহাওয়ায় বড় বদল আসতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

হাওয়া অফিস জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতের জেরেই হাওয়াবদল ঘটছে৷ পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম থেকে আসা হাওয়ার পথে বাধা তৈরি করেছে। যার জেরেই কমেছে শীতের মেজাজ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবারের পর থেকে কলকাতা-সহ  দক্ষিণবঙ্গে ফের হাল্কা শীতের আমেজ অনুভূত হবে। তবে তা বেশিদিনের জন্য নয়৷ সোমবারের পর থেকে ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে৷ সরস্বতী পুজো পর্যন্ত এভাবেই পারদের ওঠানামা চলবে। কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস৷ তবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গ৷ 

Around The Web

Trending News

You May like