ফুরিয়ে আসছে সময়, তুলে রাখুন লেপ-কাঁথা! শীত নিয়ে কী পূর্বভাস হাওয়া অফিসের?

ফুরিয়ে আসছে সময়, তুলে রাখুন লেপ-কাঁথা! শীত নিয়ে কী পূর্বভাস হাওয়া অফিসের?

আলিপুর: অবশেষে পাততাড়ি গোটানোর পথে শীত। এবার বিদায়ের পালা। এ বছরের মত এখানেই সমাপ্তি। আগামী বৃহস্পতিবার থেকেই চড়বে পারদ। আর পাওয়া যাবে না হাড়কাঁপুনি শীতের মরণকামড়। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর।

গত জানুয়ারি শেষের দিকে হাওয়া অফিস জানিয়েছিল, গোটা ফেব্রুয়ারি মাস জুড়েই শীতের ঝোড়ো ব্যাটিং চলবে রাজ্যে। উত্তরবঙ্গের তাপমাত্রা ৫ ডিগ্রির নিচে নামবে না। দক্ষিণের জেলাগুলিতেও শীতের কামড় বজায় থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর জেলাগুলির জন্য ছিল শৈত্যপ্রবাহের সর্তকতাও। কিন্তু মাঝ ফেব্রুয়ারিতে হঠাৎই মনবদল উত্তুরে হাওয়ার। ফিরতি ট্রেন ধরার জন্য সাত-তাড়াতাড়ি তল্পিতল্পা গোছানো শুরু শীতের।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। বুধবারও এই হালকা শীতের আমেজ বজায় থাকবে শহরে। কিন্তু বৃহস্পতিবার থেকেই তল্পিতল্পা গুটোতে শুরু করবে শীত। পারদ চড়বে রমরমিয়ে। দিনের বেলা শীতের আমেজ প্রায় থাকবেই না। বরং চড়া রোদে গরমের আভাস পাওয়া যাবে। রাত ও ভোরের দিকে হালকা ঠান্ডা হাওয়া পাওয়া যাবে। সপ্তাহের শেষে আকাশ মেঘলা থাকলেও আগামী পাঁচ দিনে উত্তর ও দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। এ বছরের জন্য শীতের ব্যাটিং এখানেই সমাপ্ত। সাধারণ মানুষের এবার বিনা দ্বিধায় বাক্সে পুরতে পারেন লেপ-কম্বল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =