কলকাতা: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা৷ আতস বাজির আলো আর শুভেচ্ছার বন্যায় নতুন বথপরকে স্বাগত জানাবে আপামর বিশ্ব৷ তবে ২০২২ সালে অনেকটাই নিরাশ করেছে প্রকৃতি৷ বঙ্গে সে ভাবে ধরা দেয়নি শীত৷ বরং ‘উষ্ণ’ ডিসেম্বরের সাক্ষী থেকেছে দক্ষিণবঙ্গের মানুষ৷ বর্ষবরণের আগে রাজ্যে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি৷ পশ্চিমের শীতল হাওয়ার প্রভাব সে ভাবে না থাকায় নতুন করে পারদ পতনের সম্ভাবনাও নেই৷
আরও পড়ুন- রেফার রুখতে বড় পদক্ষেপ, পরিষেবা উল্লেখ করল স্বাস্থ্য দফতর
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, নতুন বছরে সর্বোচ্চ তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের মতো বাড়ার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা আগামী তিন থেকে চার দিন স্বাভাবিকই থাকবে। তার পরের তিন দিন রাতের তাপমাত্রা খানিক বাড়বে৷ কলকাতায় রাতের তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। দিনের তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷
আগামী তিন দিন দার্জিলিঙ জেলায় হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে৷ এছাড়া আর কোনও জেলায় আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷ সকালের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢাকা থাকবে। ফলে বর্ষবরণেও জাঁকিয়ে শীত নয় বঙ্গে, জানিয়ে দিল হাওয়া অফিস৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>