কলকাতা: শনিবার সকাল থেকে শহর কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। তবে সেই বর্ষণ বেশিক্ষণ স্থায়ী হয়নি, আবার উঠেছে রোদ। কিন্তু আগামী কয়েক দিনের আবহাওয়া কি এমনই থাকবে, নাকি বাড়বে বৃষ্টির পরিমাণ? আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত নাগাড়ে বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই তেমন। বিক্ষিপ্ত বর্ষণেই খুশি থাকতে হবে রাজ্যবাসীকে।
আরও পড়ুন- পেলেন চাকরির নিয়োগপত্র, ববিতার বেতন কত হতে চলেছে?
হাওয়া অফিস বলছে, দুর্বল মৌসুমী বায়ুর প্রভাব চলছে দক্ষিণবঙ্গে তাও শেষ কয়েক দিন ধরে। তাই বৃষ্টি হওয়ার মতো কোনও পরিস্থিতি নেই বঙ্গে। তাই এই মুহূর্তে যে আবহাওয়া রয়েছে তাই আপাতত থেকে যাবে আগামী বেশ কয়েক দিন। যদিও ওড়িশা, অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কিন্তু তার প্রভাব বাংলায় কিছুই পড়বে না বলেই স্পষ্ট করা হয়েছে। কারণ, ঘূর্ণাবর্তের স্থল থেকে বাংলার দূরত্ব অনেকখানি। তাই কলকাতাবাসীকে যে এই গরম সহ্য করতে হবেই তাই পরিষ্কার হচ্ছে। কিছুটা স্বস্তি দিয়ে জানান হয়েছে, পরবর্তী ৪-৫ দিন হালকা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, তবে বেশিরভাগ সময়ে আকাশ পরিষ্কার থাকবে।
এদিকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, হিমাচলপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ডের মতো রাজ্যগুলিতে। এছাড়া আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিহার, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরিতে। হাওয়া অফিস অনেক আগেই জানিয়েছিল যে, এবার তাড়াতাড়ি ঢুকবে বর্ষা। ইতিমধ্যে দক্ষিণ ভারতের কেরলে বর্ষা ঢুকেও গিয়েছে বলে জানা গিয়েছিল।