নিম্নচাপের পর ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, বাংলার আকাশে কতটা কালো দুর্যোগের মেঘ?

নিম্নচাপের পর ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, বাংলার আকাশে কতটা কালো দুর্যোগের মেঘ?

weather 

কলকাতা: বিদায়লগ্নে উৎসবের মরশুম৷ কালীপুজো ভাই ফোঁটা শেষে বাকি শুধু জগদ্ধাত্রী পুজো৷  এরই মধ্যে ঘূর্ণিঝড়ের অশনি সঙ্কেত৷ বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে৷ এর প্রভাবে অতি ভারী বৃষ্টি হবে বলে সতর্কতা জারি করেছে আলিপুর আবহওয়া দফতর৷ তবে শুধু বৃষ্টি নয়, ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়৷ বঙ্গোপসাগরে তৈরি অতি গভীর নিম্নচাপ ক্রমেই শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানাচ্ছে দিল্লির মৌসম ভবন। ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে মিধিলি। নামটি দিয়েছে মলদ্বীপ৷ কিন্তু, এই ঝড়ের কতটা প্রভাব পড়বে বাংলায়? 

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ঝড় নিয়ে বাংলায় দুশ্চিন্তার তেমন কোনও কারণ নেই। কারণ, হামুনের মতো মিধিলিও বাংলাদেশের দিকে বাঁক নেবে৷ মৌসম ভবন সূত্রে খবর, গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর সম্ভাব্য ল্যান্ডফল হবে বাংলাদেশে৷ আগামী শনিবার ভোররাতে মংলা-খেপুপাড়া উপকূল হয়ে বাংলাদেশের স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মিধিলি। তবে এই ঘূর্ণিঝড়ের খানিকটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের উপরেও৷ এর প্রভাবে উপকূলের তিন জেলার আকাশে ঘনাবে দুর্যোগের মেঘ। তবে সবচেয়ে বেশি প্রভাব পড়বে সুন্দরবনের উপর৷

পশ্চিমবঙ্গের তিন জেলা- উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণের একাধিক জেলায়৷ সুন্দরবন এলাকায় ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। এই সময় সমুদ্র উত্তাল খাকবে৷ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলের পর বৃষ্টি নামতে পারে শহর কলকাতায়৷ দিঘা থেকে ৪৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে নিম্নচাপ৷ শক্তিক্ষয়ের কোনও ইঙ্গিত আপাতত নেই৷ এই অবস্থায় দিল্লির মৌসম ভবন এবং আলিপুর আবহাওয়া দফতরের অনুমান, ঘূর্ণিঝড়েরই রূপ নেবে এই অতিগভীর নিম্নচাপ৷ তবে ল্যান্ডফলের সময় কিছুটা শক্তি হারাবে মিধিলি৷ তখন হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৫০-৭০ কিলোমিটার৷ 

তবে এই ঝড়ের ফলে পাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে৷ সবজিতে পচন ধরে তা নষ্ট হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শুধু তাই নয় বৃষ্টির জলে মাটি ভিজে ওঠায় পিছিয়ে যেতে পারে আলুচাষ। 

এদিকে, বৃহস্পতিবার ইডেনে রয়েছে  বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল৷ মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে গেলে বদলে যেতে পারে বিশ্বকাপের সমীকরণ৷ বৃষ্টির কথা মাথায় রেখে সেমিফাইনালের জন্য এক দিন করে রিজার্ভ রাখা হয়েছে। বৃষ্টিতে ওভার কমলে সেখানে ডাকওয়ার্থ লুইস নিয়ম কার্যকর হবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =