পরনে ফ্যাশনের পোশাক, খোঁপায় লুকিয়ে মাদক, জালে বাংলার অভিনেত্রী

কলকাতা: পরনে হাল ফ্যাশনের পোশাক। পরিপাটি করে বাঁধা চুল। গাড়ি থেকে নামার পর বিমানবন্দরে অপেক্ষারত অনেকেই ওই সুন্দরী মহিলাকে দেখে চোখ ফেরাতে পারছিলেন না। কেউ কেউ আবার নিজেদের মধ্যে বলাবলি করছিলেন, নিশ্চয়ই তিনি সিনেমা বা মডেল জগতের সঙ্গে জড়িত। বোর্ডিং পাশ করিয়ে ওই সুবেশা মহিলা সোজা চলে গেলেন সিকিউরিটি চেকিং এরিয়ায় মহিলাদের জন্য নির্দিষ্ট ঘরে।

পরনে ফ্যাশনের পোশাক, খোঁপায় লুকিয়ে মাদক, জালে বাংলার অভিনেত্রী

কলকাতা: পরনে হাল ফ্যাশনের পোশাক। পরিপাটি করে বাঁধা চুল। গাড়ি থেকে নামার পর বিমানবন্দরে অপেক্ষারত অনেকেই ওই সুন্দরী মহিলাকে দেখে চোখ ফেরাতে পারছিলেন না। কেউ কেউ আবার নিজেদের মধ্যে বলাবলি করছিলেন, নিশ্চয়ই তিনি সিনেমা বা মডেল জগতের সঙ্গে জড়িত।

বোর্ডিং পাশ করিয়ে ওই সুবেশা মহিলা সোজা চলে গেলেন সিকিউরিটি চেকিং এরিয়ায় মহিলাদের জন্য নির্দিষ্ট ঘরে। সেখানে তাঁকে তল্লাশি করেন সিআইএসএফের এক মহিলা জওয়ান। কথাবার্তায় তাঁকে মুগ্ধ করে ফেলেছিলেন ওই মহিলা। মেটাল ডিটেক্টরে শরীরে তল্লাশি চালানোর পর কোথাও কিছু মেলেনি। হঠাৎই সিআইএসএফের ওই জওয়ানের নজরে পড়ে মহিলার খোঁপা। তিনি তাঁকে অনুরোধ করেন, ম্যাডাম, খোঁপা খুলতে হবে। প্রথমে খুলতে চাননি ওই মহিলা। বিভিন্ন প্রসঙ্গের অবতারণা করতে থাকেন। কিন্তু নিজের কর্তব্যে অনড় ওই মহিলা জওয়ান জানান, খোঁপা না খুললে তিনি নিজেই খুলে দেবেন এবং পরীক্ষা করবেন। জওয়ানের চাপে পড়ে বিমান ধরতে আসা ওই মহিলা শেষমেশ খোঁপা খুলতে বাধ্য হন। তখনই পাওয়া যায় প্লাস্টিকের প্যাকেটে মোড়া কিছু ট্যাবলেট। সঙ্গে সঙ্গে আটক করা হয় তাঁকে। খবর দেওয়া হয় নারকোটিক কন্ট্রোল ব্যুরোতে (এনসিবি)। অফিসাররা পরীক্ষার পর জানিয়ে দেন, এগুলি নিষিদ্ধ মাদক। এরপরই তাঁকে গ্রেপ্তার করে এনসিবি। জানা যায়, তিনি মুম্বইয়ের একজন পেশাদার মডেল। দু’-একটি ছবিতে অভিনয়ও করেছেন। তবে মডেলিং জগতেই তাঁর নামডাক বেশি। বাড়ি এ রাজ্যের উত্তর ২৪ পরগনায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + one =