‘মাস্ক পরুন, করোনার হাত থেকে বাঁচুন’, কালীপুজোর থিমে সচেতনতার বার্তা

‘মাস্ক পরুন, করোনার হাত থেকে বাঁচুন’, কালীপুজোর থিমে সচেতনতার বার্তা

হাওড়া: “মাস্ক পরুন এবং করোনার তৃতীয় ঢেউয়ের হাত থেকে বাঁচুন।” স্যানিটাইজার ব্যবহার করুন। আতশবাজি পোড়ানো থেকে বিরত থাকুন। পরিবেশকে সুস্থ রাখুন। থিমের মাধ্যমে এবার এভাবেই সচেতনতার বার্তা তুলে ধরেছেন হাওড়ার চারাবাগান নেতাজি সংঘের পুজো উদ্যোক্তারা।

এদের ভদ্রকালী পুজোর এবছর ৫২তম বর্ষ। দেবীর দশমহাবিদ্যার একটি রূপ এই ভদ্রকালী। সেই ভদ্রকালী রূপেই দেবীকে এখানে দেখা যাবে। বুধবার সন্ধ্যায় কোভিড বিধি মেনে এদের পুজোর উদ্বোধন করবেন সমবায় মন্ত্রী অরূপ রায়। প্রধান অতিথি রূপে উপস্থিত থাকবেন হাওড়া পৌরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান ডাঃ সুজয় চক্রবর্তী।

ক্লাবের সম্পাদক সোমনাথ মণ্ডল বলেন, শুধু পুজো অনুষ্ঠানই নয়, চারাবাগান নেতাজি সংঘ সারা বছর ধরেই বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজকর্ম করে থাকে। করোনা বিপর্যয়ের সময়ে লকডাউন চলাকালীন পল্লীর কয়েক’শ মানুষের কাছে আমরা রান্না করা খাবার, খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া, আমফান ঝড়ের পরে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন গ্রামে ত্রাণসামগ্রী, শুকনো খাবার পৌঁছে দেওয়ার কাজ করেছি। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে ত্রাণসামগ্রী ও শুকনো খাবার পৌঁছে দিয়েছি।

এছাড়াও মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে ১৫ হাজার টাকার চেক প্রদান করেছি। দুই ২৪ পরগনার বিভিন্ন জায়গায় বেশ কয়েকবার ত্রাণ পৌঁছে দিয়েছি আমরা। সমগ্র কোভিড পরিস্থিতির নিয়ম মেনে এবছর আমাদের ভাবনা “মাস্ক পরুন এবং করোনার তৃতীয় ঢেউয়ের হাত থেকে বাঁচুন”। সারা সংঘের মাঠ জুড়ে থাকছে করোনা এবং ডেঙ্গি সম্পর্কে সচেতনতামূলক প্রচার। পুজোর উদ্বোধনের দিন কুষ্ঠ হাসপাতালে রোগীদের বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + four =