মেদিনীপুর: বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল বাংলায়। পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার নলবনা গ্রাম পঞ্চায়েতের বড়ডাঙা গ্রামে মাটি খুঁড়ে উদ্ধার করা গিয়েছে বিরাট পরিমাণ কার্তুজ, আগ্নেয়াস্ত্র। এদিন দুপুরে ওই এলাকায় জমি সমতল করার জন্য মাটি কাটছিলেন বেশ কয়েকজন। তখনই মাটি কাটতে কাটতে তলা থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ গুলি এবং বন্দুক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, মাটি কাটার সময় হঠাৎ এক জনের কোদালের সঙ্গে মাটিতে পোঁতা অবস্থায় থাকা কিছুর সংঘর্ষ ঘটে। ধাতব কিছুর সঙ্গে সংঘর্ষ হয়েছে বলেই আন্দাজ করে তারা তাই সন্দেহ বাড়তে থাকে। এরপর মাটির তলা থেকে বস্তাবন্দি অবস্থায় কমপক্ষে ৫০-৬০টি দোনলা বন্দুক এবং প্রচুর পরিমাণ কার্তুজ উদ্ধার হয়েছে। যারা মাটি কাটার কাজ করছিলেন তারা স্বাভাবিকভাবেই চমকে যান একসঙ্গে এত পরিমাণ আগ্নেয়াস্ত্র দেখে। সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করা হয় এবং ঘটনাস্থলে পুলিশ এসে সব অস্ত্র উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ৩৬টি আগ্নেয়াস্ত্র এবং ৪০০-৪৫০ কার্তুজ পাওয়া গিয়েছে। তবে তাদের অনুমান, এগুলি সব অনেক দিন পুরোনো।
জঙ্গলমহল এলাকায় আবার অস্ত্র উদ্ধারের ঘটনায় চাপা আতঙ্ক সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে। বিজেপি ইতিমধ্যেই এই বিষয়ে এনআইএ তদন্ত দাবি করেছে। তাদের বক্তব্য, এই এলাকায় এক সময় সিপিএমের হার্মাদ বাহিনী এবং মাওবাদী সক্রিয় ছিল। এই অস্ত্র তাদের হতেই পারে। আবার এও হতে পারে যে, নতুন করে কেউ আতঙ্ক সৃষ্টি করতে মাটিতে অস্ত্র পুঁতে রেখেছে। তাই এই ঘটনায় সঠিক এবং নিরপেক্ষ তদন্ত চাইছে বিজেপি।