কেন্দ্রের বিজ্ঞপ্তি আমরা ছিঁড়ে দেব, হবে না কার্যকর: মমতা

কেন্দ্রের বিজ্ঞপ্তি আমরা ছিঁড়ে দেব, হবে না কার্যকর: মমতা

কলকাতা: আন্দোলন, বিদ্রোহ, প্রতিবাদের আবহে রাতারাতি চালু হয়ে গিয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন৷ শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে গেজেট নোটিফিকেশন জারি করে গোটা দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করার বিষয়ে জানানো হয়েছে৷ কেন্দ্রের তরফে গেজট নটিফিকেশন জারি হওয়ার ২৪ ঘণ্টা পর নিজেদের অবস্থান জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা৷

ধর্মতলায় তৃণমূল ছাত্র পরিষদের ধর্না মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, কেন্দ্রের বিজ্ঞপ্তি কার্যকর হবে না৷ ভাগাভাগির ভিত্তিতেই আইন প্রণয়ন নয়৷ নাগরিক আইনের বিরুদ্ধে প্রথম আন্দোলন করেছিল বাংলা৷ আমরাই প্রথম এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম৷ আমরা একমাত্র পারি প্রতিবাদ করতে৷’’

বলেন, ‘‘কেন্দ্রের সরকার জেদ করে নাগরিকত্ব আইন সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে৷ কেন্দ্রের বিজ্ঞপ্তি আমরা ছিঁড়ে ফেলেছি৷ নাগরিক আইন বাংলায় কার্যকর হবেই না৷ আমরা নাগরিক আইন কার্যকর করতে দেবে না৷ এই আইন খাতায় কাগজে থেকে যাবে৷ এটা কার্যকর করা হবে না৷ ওরা বিজ্ঞপ্তি জারি করবে, আমরা তা কেটে দেব৷’’

নাগরিক আইন কার্যকর করে কেন্দ্রের গেজেটটি নোটিফিকেশনে সাফ জানিয়ে দেয়া হয়েছে, ১০ জানুয়ারি থেকে গোটা দেশে এই আইন এখন কার্যকর৷ কিন্তু রাতারাতি কেন গেজেট নোটিফিকেশন জারি করতে গেল কেন্দ্র? আগাম কোনো বার্তা না দিয়ে কেন্দ্রের এই গেজেট নোটিফিকেশন ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *