‘আমরা যখন ত্রিপুরায় ঢুকেছি, নিজের জায়গা দেখিয়ে ছাড়ব’, ত্রিপুরা দখলের ডাক অভিষেকের

‘আমরা যখন ত্রিপুরায় ঢুকেছি, নিজের জায়গা দেখিয়ে ছাড়ব’, ত্রিপুরা দখলের ডাক অভিষেকের

আগরতলা: আমরা যখন ত্রিপুরায় ঢুকেছি, নিজের জায়গা দেখিয়ে ছাড়ব, বিচার ব্যবস্থার ওপর আমাদের আশ্বাস আছে। আগরতলাবাসীকে হাত জোড় করে বলছি, মাথা তুলে দাঁড়ান, আপনারা বিপ্লব দেবের তল্পিবাহক নন। বাংলায় যদি কাজ হয় ত্রিপুরায় কেন হবে না, ত্রিপুরায় ডবল ইঞ্জিন সরকারের কোন ও কাজ হয়নি৷ আজ আগরতলার একটি বেসরকারি হোটেলে তৃণমূল কংগ্রেসের সাংবাদিক সম্মেলনে এমনই বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! এদিনের সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির রাজ্য আহ্বায়ক সুবল ভৌমিক, দলের মহিলা সাংসদ সুস্মিতা দেব সহ অন্যান্যরা অংশ নেন৷ 

তিনি আরও জানান, ‘‘তৃণমূল কংগ্রেসের সৌজন্যতা, দুর্বলতা নয়। বিজেপি কি করেছে ধর্মের জন্য। বাংলায় হেরেছে বলে পেট্রল-ডিজেলের দাম কমেছে। বাংলায় হেরেছে বলে কৃষি আইন বাতিল হয়েছে। বাংলায় হেরেছে বলে মন্ত্রিসভায় রদবদল, বাংলায় হেরেছে বলে সাংগঠনিক রদবদল।’’ এরপরই ত্রিপুরার মানুষদের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, তৃণমূল ত্রিপুরার মানুষের পাশে থেকে লড়বে।’’

একই সঙ্গে তিনি বলেন, শনিবার ত্রিপুরা পুলিশের সামনেই তৃণমূল কর্মী ও সাংবাদিকদের উপর হামলা হয়েছে৷ ত্রিপুরায় পুলিশ নীরব দর্শক। ত্রিপুরায় বিরোধীদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, সংবাদমাধ্যমের কর্মীরাও রেহাই পাচ্ছে না৷ আগামী ২৫ নভেম্বরের ভোটে ত্রিপুরার মানু৷ এর যোগ্য জবাব দেবেন বলে তিনি জানান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 11 =