কলকাতা: ‘কাগজ আমরা দেখাবো না!’ নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে এই স্লোগানকে হাতিয়ার করেই গর্জে উঠলেন বাংলার কয়েকজন জনপ্রিয় ব্যক্তিত্ব। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। শব্দের জাদুকর, জনপ্রিয় টিভি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কমেডি শো’ খ্যাত বরুণ গ্রোভারের ‘হম কাগজ নেহি দিখায়েঙ্গে’-র সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদী কবিতার এই একটি লাইনকে মাথায় রেখে জুড়ে গেল নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী প্রতিবাদের একের পর এক লাইন।
দেখা যাচ্ছে শিল্পী সব্যসাচী চক্রবর্তী, ধৃতিমান চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, সুমন মুখোপাধ্যায়, চিত্রাঙ্গদা চক্রবর্তী-সহ গায়ক-সুরকার রূপম ইসলামকে দেখা গিয়েছে৷ এবার সেই বিশিষ্টদের অপদার্থ বলে কটাক্ষ দিলীপের৷
বলিউড থেকে আছেন কঙ্কনা সেন শর্মা, তিলোত্তমা সোম, নন্দনা দেব সেন। সিএএ-এনআরসির বিরোধিতায় নবীন-প্রবীণের প্রতিবাদী ভাষা মিলে-মিশে প্রায় দেড় মিনিটের এই প্রতিবাদী ভিডিও। গান,কবিতা, স্লোগান- যুগ যুগ ধরে প্রতিবাদের হাতিয়ার হিসেবে কলম ধরেছেন দেশের প্রবাদপ্রতিম কবি, সাহিত্যিক থেকে শুরু করে রাজনৈতিক ও অন্যান্য ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরাও।
রাস্তায় নেমে প্রতিবাদের পাশাপাশি বহুবার শান্তিপূর্ণ এই পন্থা অবলম্বন করেছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে কিছুটা ব্যতিক্রমী এই ভিডিওটি দর্শকদের কতটা মনোগ্রাহী হয়ে উঠেছে তার জানান দিচ্ছে স্যোশাল সাইট। ভিডিওটি পোস্ট হওয়ার কিছুক্ষণের মধ্যেই শেয়ার ও লাইকের ছয়লাপ।