নিজস্ব সংবাদাদাতা, বাঁকুড়া: মন্ত্রিত্ব ছেড়ে রীতিমত কান্নায় ভেঙে পড়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়৷ সেই রাজীবকেই এদিন ‘গদ্দার’ তকমা দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ আজ বাঁকুড়ার খাতড়ায় নেতাজীর জন্মদিবসের একটি অরাজনৈতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিক দের মুখোমুখি হয়ে রাজীবের কড়া সমালোচনা করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷
বলেন, বিজেপির সায়ন্তন বসু জানিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় ও বৈশালী ডালমিয়ার সাথে কথা হয়েছে। তাঁরা বিজেপিতে এলে দল শক্তিশালী হবে। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কল্যাণের দাবি, রাজীব ইস্যু নতুন নয়। আমরা গত চার মাস ধরে শুনে আসছিলাম। বিজেপি ডাকছে। আর ওনারা বলছেন ধাপে ধাপে আসছি। একটা পদত্যাগ হয়েছে। আরো একটা বাকি আছে। একসাথে সব ছেড়ে দিলে খবর হবে কি করে।
রাজ্যপালের কাছে রাজীবের পদত্যাগপত্র পেশ সম্পর্কে কল্যাণ এদিন বলেন, রাজ্যপালের কাছে পদত্যাগ করার কোনো সাংবিধানিক রীতি ও নীতি নেই। নিয়ম অনুযায়ী মুখ্যমন্ত্রীকে পদত্যাগপত্র দিতে হয়। এখন তিনি ছবি তোলা ও খবর হওয়ার জন্য রাজ্যপালকে পদত্যাগপত্র দিয়ে থাকেন তাহলে তা অন্য বিষয়৷ এদিন প্রাক্তন বনমন্ত্রী কান্না প্রসঙ্গেও তোপ দাগেন কল্যাণ৷ ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, টাকা খরচ করে দলের প্রার্থীকে হারিয়ে নির্দল প্রার্থীকে রাজীব জিতিয়েছিলেন। সেদিন আমাদেরও কান্না পেয়েছিল। ওঁর প্রতি আমাদের কোনও করুণা নেই৷
এই প্রথম নয় এর আগেও রাজীবকে নিশানা করেছিলেন কল্যাণ৷ রাজীবের মন্তব্যে উঠে আসা দল সম্মান না দেওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেছিলেন, উনি বলছেন কর্মীদের সম্মান দেওয়া হয় না। উনি নিজে তা দিতে পেরেছেন?’’ এবার রাজীবকে ফের নিশানা করলেন কল্যাণ৷