মন্ত্রীর জন্যই হার, অনুব্রতর মুখে উপর বিস্ফোরক অভিযোগ বুথ কর্মীর

মন্ত্রীর জন্যই হার, অনুব্রতর মুখে উপর বিস্ফোরক অভিযোগ বুথ কর্মীর

b60d81ce85779aa6dc313c782f693059

 

সিউড়ি: দলের কর্মীসভার অনুষ্ঠানে আরও একবার মুখ পুড়ল তৃণমূলের৷ রবিবার কর্মীসভার অনুষ্ঠানে বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল এক বুথ কর্মীকে জিজ্ঞাসা করেন, হারলে কেন ভাই? এর পরেই বিস্ফোরক জবাব দেন ওই বুথ কর্মী৷ 

আরও পড়ুন- দুর্যোগের আশঙ্কায় পিছিয়ে গেল মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর

 

অনুব্রত মণ্ডলের প্রশ্নের জবাবে তিনি সরাসরি আঙুল তোলেন দলের মন্ত্রীর দিকে৷ তৃণমূলের ওই বুথ কর্মী বলেন, ‘‘আমাদের মন্ত্রীর ছত্রছায়ায় একজন আছেন৷ যিনি দিনে তৃণমূল আর রাতে বিজেপি৷ তিনিই তৃণমূলের ভোট কেটে বিজেপিকে দিয়েছেন৷ সেই জন্যই হেরেছি৷’’ বুথকর্মীরা তাঁর কাছ থেকে কোনও রকম সহযোগিতা পাননি বলেও অভিযোগ তাঁর৷ যাঁর দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে তাঁর নাম রাকেশ৷ অভিযোগ শোনার পরই তৎক্ষণাৎ রাকেশকে ব্লকের সেক্রেটারি করে দেন অনুব্রত মণ্ডল৷ সেই সঙ্গে বলেন, রাকেশ যেন অঞ্চল নিয়ে ফারদার মাথা না ঘামায়৷ 

আরও পড়ুন- বাড়ি বাড়ি চাঁদা নয়, ইচ্ছেমতো অবদানের ভিত্তিতে হবে আবাসনের পুজো

 

অপর একটি বুথ কর্মীও হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে দ্বন্দ্বের অভিযোগ তোলেন৷ তিনি বলেন, ‘‘১৯৮৪ সাল থেকে কংগ্রেস করেছি৷ তার পর তৃণমূলে যোগ দিয়েছি৷ কিন্তু আমাদের সাইডে সরিয়ে দেওয়া হয়েছে৷’’ তবে নতুন অঞ্চল সভাপতি আসার পর পরিস্থিতি কিছুটা বদল ঘটছে বলেও স্বীকার করে নেন তিনি৷ সেইসঙ্গে জানান, রামপুর অঞ্চলের সার্বিক অবস্থা খুবই খারাপ৷ চাষীরা কৃষিকাজের সুযোগ পাচ্ছেন না৷ পানীয় জলের ব্যবস্থা নেই৷ এই অভিযোগ শুনেই চটে যান অনুব্রত৷ বলেন, পঞ্চায়েতকে ২ বার মিলিয়ে প্রায় ৩০ লক্ষ টাকা দেওয়া হয়েছে৷ তা সত্ত্বেও কেন জলের ব্যবস্থা হয়নি৷ তাঁর সাফ নির্দেশ, দল দেখার দরকার নেই৷ কে কি দল করছে আমি জানি না৷ কিন্তু পানীয় জল যেন সবাই পায়৷ সেই সঙ্গে অতীতে কী হয়েছে, সে সব শুনতে নারাজ অনুব্রত৷ তিনি ওই বুথ কর্মী ধমক দিয়ে বলেন, আপনার কাজটা আপনি করুন৷ আগে কী হয়েছে তা নিয়ে ভাবতে হবে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *