তৃণমূল সরকারের গণেশ উল্টে দিতে এসেছি: অমিত শাহ

ইংরেজবাজার: ১০২ জ্বর নিয়ে বাংলায় এসে তৃণমূল সরকারকে উপড়ে ফেলার ডাক দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ মালদহের জনসভা মঞ্চ থেকে অমিত শাহের মন্তব্য, ‘‘তৃণমূল সরকারের গণেশ উল্টে দিতে এসেছি৷’’ এদিন বাম সরকারের সঙ্গে বর্তামান সরকারের তুলনা টানেন অমিত শাহ৷ বলেন, ‘‘বাম সরকার তাও কিছুটা ভাল ছিল, কিন্তু, তৃণমূল সরকার আরও খারাপ৷’’ বাংলার গণতন্ত্র আক্রান্ত

তৃণমূল সরকারের গণেশ উল্টে দিতে এসেছি: অমিত শাহ

ইংরেজবাজার: ১০২ জ্বর নিয়ে বাংলায় এসে তৃণমূল সরকারকে উপড়ে ফেলার ডাক দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ মালদহের জনসভা মঞ্চ থেকে অমিত শাহের মন্তব্য, ‘‘তৃণমূল সরকারের গণেশ উল্টে দিতে এসেছি৷’’ এদিন বাম সরকারের সঙ্গে বর্তামান সরকারের তুলনা টানেন অমিত শাহ৷ বলেন, ‘‘বাম সরকার তাও কিছুটা ভাল ছিল, কিন্তু, তৃণমূল সরকার আরও খারাপ৷’’

বাংলার গণতন্ত্র আক্রান্ত বলে অভিযোগ তোলেন তিনি৷ বলেন, ‘‘আজ আমাদের সভা করতে দেওয়া হচ্ছে না৷ মমতা দিদি বিজেপিকে ভয় পেয়ে গিয়েছে৷ তাই আমাদের বাধা দেওয়া হচ্ছে৷’’ পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গ তুলে বলেন, ‘‘পঞ্চায়েতে মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি৷ গণনাকেন্দ্রেও ভোট চুরি হচ্ছে৷ এটাই কী বাংলার গণতন্ত্র?’’ এদিন মুখ্যমন্ত্রীকে বলেন, ‘‘দেশভক্তি কাকে বলে আমাদের দেখে শিখুন৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =