কেন্দ্রের থেকে ফাঁকা হাতে ফিরতে হয়েছে আমাদের: মমতা

কেন্দ্রের থেকে ফাঁকা হাতে ফিরতে হয়েছে আমাদের: মমতা

কলকাতা: ফের কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ নবান্নে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেন মুখ্যমন্ত্রী৷

জানান, ‘‘করোনা পরিস্থিতির মধ্যে আমরা না হয় সরকারি কর্মচারী ও শিক্ষকদের বিষয়টা দেখে নেব৷ কিন্তু অসংগঠিত শ্রমিকদের জন্য কী হবে? লকডাউনের জন্য তিন মাসের আগাম পরিকল্পনা নিতে হবে৷ দু’মাস ধরে সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ হয়ে গিয়েছে৷’’

বলেন, ‘‘কেন্দ্রের থেকে খালি হাতে ফিরতে হচ্ছে৷ এখনও ৫২ হাজার কোটি টাকা বকেয়া আছে কেন্দ্রের কাছে৷ বিভিন্ন প্রকল্পের টাকা এখনও বকেয়া৷ কেন্দ্রের কাছে এই পরিস্থিতিতেও দেনা শোধ করতে হচ্ছে৷ আমাদের বিপুল খরচ হচ্ছে৷ কেন্দ্র বলছে, এখন করোনাকে সঙ্গে নিয়েই চলতে হবে৷ এখন করোনা যাবে না বলে মনে হয় না৷ আপাতত তিন মাসের জন্য স্বল্পমেয়াদী পরিকল্পনা করা দরকার৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − six =