‘CBI যোগাযোগ করলে তদন্তে সবরকম সাহায্য করব’, অনুব্রত ইস্যুতে SSKM কর্তৃপক্ষ

‘CBI যোগাযোগ করলে তদন্তে সবরকম সাহায্য করব’, অনুব্রত ইস্যুতে SSKM কর্তৃপক্ষ

কলকাতা: গরু পাচার মামলায় বুধবার নিজাম প্যালেসে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে তলব করেছিল সিবিআই৷ গতকাল নাটকীয় ভাবে ঠিক বেলা পৌনে  ১১টা নাগাদ চিনার পার্কের বাড়ি থেকে বার হন তিনি৷ মনে করা হয়েছিল তিনি সিবিআই দফতরে যাচ্ছেন৷ কিন্তু, মা উড়ালপুল থেকে নেমে সোজা ঢুকে পড়েন এসএসকেএম হাসপাতালে৷ তিনি জানান, সিবিআই-কে তদন্তে সাহায্য করতে চান৷ কিন্তু আচমকাই শরীর অসুস্থ হয়ে পড়ায় তিনি অপারগ৷ প্রাথমিক পরীক্ষার পর বৃহস্পতিবার এসএসকেএম-এর সুপার জানান, অনুব্রতর শরীরে অক্সিজেনের মাত্রা সামান্য কম রয়েছে৷ রয়েছে সুগার৷ তাঁর চিকিৎসায় সাত সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে৷ শুক্রবার আবার তাঁর শারীরিক পরীক্ষা করবে বোর্ড৷ তবে সিবিআই এখনও পর্যন্ত এসএসকেএমের চিকিৎসকদের সঙ্গে অনু্ব্রতর বিষয়ে যোগাযোগ করেননি বলেই জানান তিনি৷ 

আরও পড়ুন- ‘সিবিআই এড়াতে হাসপাতালে কেষ্ট’, কটাক্ষ সুরে গান বাঁধলেন কবিয়াল অসীম সরকার

হাসপাতালের সুপার আরও বলেন, “দেশের সংবিধানের প্রতি আমরা আস্থাশীল৷ আমাদের সঙ্গে যোগাযোগ করা হলে তদন্তের স্বার্থে আইন মেনে যেভাবে সাহায্য করা দরকার, আমরা করব।” এদিকে জানা গিয়েছে, পঞ্চমবার তলব উপেক্ষা করার পর অনুব্রত মামসায় দিল্লির সদর দফতরে রিপোর্ট পাঠিয়েছে সিবিআই। বুধবারই অনুব্রতর শারীরিক অবস্থা ও গরহাজিরা নিয়ে সিবিআই দফতরে চিঠি দিয়ে আসেন তাঁর আইনজীবীরা। এর পরেই রাতে বৈঠকে বসেন তদন্তকারী অফিসাররা। আপাতত উচ্চতর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশ পাওয়ার অপেক্ষায় তদন্তকারী অফিসাররা।

বুধবার চিনার পার্কের ফ্ল্যাট থেকে বেরিয়েই সোজা চলে যান এসএসকেএম-এ৷ সেখানে সাড়ে ১২ নম্বর কেবিনে ভর্তি হন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি৷ শরীরে অক্সিজেনের মাত্রা ঠিক থাকলেও তিনি অক্সিজেন দেওয়ার জন্য বায়না ধরেন৷ তাঁকে হাসপাতালে ভর্তি করা নিয়েও দ্বিবিভক্ত ছিলেন চিকিৎসকরা৷ শেষমেশ তাঁকে ভর্তি নেওয়া হয়৷ এর পরেই সিবিআই-কে চিঠি দিয়ে তিনি জানান, “সদিচ্ছা থাকলেও অসুস্থতার কারণে হাজিরা দিতে পারছি না। আমি তদন্তে সবরকম সহযোগিতা করতে প্রস্তুত। সিবিআই চাইলে হাসপাতালে এসে জিজ্ঞাসাবাদ করতে পারেন। আমি সব রকম সহযোগিতা করব।”