ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের ফলপ্রকাশ, প্রথম দশে কারা?

কলকাতা: প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স ২০২৪-এর ফলাফল। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে প্রেস কনফারেন্সে জানানো হয় ফলাফল। রাজ্য জয়েন্টে প্রথম হয়েছেন বাঁকুড়ার কিংশুক পাত্র।…

কলকাতা: প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স ২০২৪-এর ফলাফল। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে প্রেস কনফারেন্সে জানানো হয় ফলাফল।

রাজ্য জয়েন্টে প্রথম হয়েছেন বাঁকুড়ার কিংশুক পাত্র। দ্বিতীয় হয়েছেন কল্যাণীর শুভ্রদীপ পাল, তৃতীয় কৃষ্ণগরের বিবস্বন বিশ্বাস, চতুর্থ স্থানে শিলিগুড়ির ইরাদ্রি বসু খণ্ড, পঞ্চম হয়েছেন নরেন্দ্রপুরের ময়ূখ চৌধুরী, ষষ্ঠ স্থানে হুগলির ঋতম বন্দ্যোপাধ্যায়, সপ্তমে আলিপুরদুয়ারের অভীক দাস, রাজ্য জয়েন্টে অষ্টম হয়েছেন কাঁকুড়গাছির অথর্ব সিঙ্ঘানিয়া। প্রথম দশজনের মধ্যে রয়েছে সিবিএসই বোর্ডের ৪ জন পরীক্ষার্থী। আর পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের অধীনে পাশ করেছেন ৪ জন পরীক্ষার্থী এবং বাকি দুজন আইএসসি বোর্ডের ছাত্র-ছাত্রী।

এই বছর রাজ্য জয়েন্টে ১ লাখ ৪২ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ১ লাখ ১২ হাজার ৯৬৩ জন। অর্থাৎ এবারে পাশের হার ৯৯.৫৩ শতাংশ। বিকেল ৪টার পর থেকে জয়েন্ট এন্ট্রান্সের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফলাফল দেখতে পাচ্ছেন পরীক্ষার্থীরা। www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in ওয়েবসাইট থেকে জয়েন্ট এন্ট্রান্সের র‍্যাঙ্ককার্ড বা স্কোরকার্ড ডাউনলোড করে নিতে পারছেন। এই স্কোরকার্ডে পরীক্ষার্থীদের ছবি, হল টিকিট নম্বর, অ্যাপ্লিকেশন নম্বর, প্রাপ্ত নম্বর ইত্যাদি সব তথ্য উল্লেখ থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *