কলকাতা: রবিবার, ৮ মে বিশ্বজুড়ে পালিত হচ্ছে মাতৃ দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও মায়েদের সম্মান জানাতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিতে দেখা গিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংস্থাগুলিকে। এই যেমন মায়েদের জন্য স্পেশাল এই দিনটিতে বৃদ্ধাশ্রমে একা থাকা মেয়েদের সঙ্গে সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন বেশকিছু স্বেচ্ছাসেবী সংস্থা। অন্যদিকে আবার এমন বহু সংস্থা রয়েছে যারা মায়ের থেকে দূরে থাকা সন্তানদের অনুরোধে তাঁদের মায়ের কাছে পৌঁছে দিচ্ছেন ভালোবাসা, উপহার। সন্তানরা তো আছেই, সেই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থার এইরকম সমস্ত অভিনব উদ্যোগের কথা সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই বহু ক্ষেত্রে চর্চিত হয়েছে। তবে মায়েদের এই স্পেশাল দিনে যখন সকলেই ব্যস্ত নিজের নিজের মাকে ভালোবাসায় ভরিয়ে দিতে তখন পশ্চিমবঙ্গ পুলিশই বা হাত গুটিয়ে বসে থাকে কেন? তাই মাতৃ দিবস উপলক্ষে রাজ্য পুলিশের ত্রফ থেকেও নেওয়া হয়েছে এক অভিনব উদ্যোগ।
রবিবার সকালে রাজ্য পুলিশের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয় এখানে লেখা হয়, ‘মাতৃ দিবস উপলক্ষে আপনার মাকে শুভেচ্ছা জানাতে চান কিন্তু তিনি আপনার সাথে নেই বা যোগাযোগ করতে পারছেন না? আমরা সাহায্য করার চেষ্টা করতে পারি।’ সেই সঙ্গে জানানো হয় রাজ্য পুলিশের আধিকারিকরাই এই সমস্ত প্রবাসী সন্তানদের অনুরোধে তাঁদের মায়েদের কাছে পৌঁছে দেবে ভালোবাসা ও শুভেচ্ছা।
এই প্রসঙ্গে টুইটারে রাজ্য পুলিশের তরফ থেকে লেখা হয় ‘ আপনার মা যদি পশ্চিমবঙ্গ পুলিশ এলাকার অধীনে থাকেন তবে তাঁর ঠিকানার বিশদ আমাদের ইনবক্সে জানান আমরা আপনার ভালোবাসা ও শুভেচ্ছা ওনার কাছে পৌঁছে দিতে সাহায্য করব। রাজ্য পুলিশের এই পদক্ষেপকে রীতিমতো কুর্নিশ জানিয়েছেন নেটপাড়া। সেইসঙ্গে এমন অভিনবভাবে শুভেচ্ছা জানাতে ইতিমধ্যেই বহু অনুরোধ রাজ্য পুলিশের দরবারে হাজির হয়েছে বলেও জানা গিয়েছে।