এখনই হাতে ট্যাব পাচ্ছে না একাদশ-দ্বাদশের পড়ুয়ারা! হঠাৎ সিদ্ধান্ত বদল রাজ্যের

কলকাতা: ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে ফি বছর একাদশ ও দ্বাদশ শ্রেণির স্কুলপড়ুয়াদের হাতে ট‌্যাব তুলে দেওয়া হয় রাজ্য সরকারের তরফে৷ এবছরও একাদশ-দ্বাদশের পড়ুয়াদের ট্যাব দেওয়ার জন্য…

mamata tab

কলকাতা: ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে ফি বছর একাদশ ও দ্বাদশ শ্রেণির স্কুলপড়ুয়াদের হাতে ট‌্যাব তুলে দেওয়া হয় রাজ্য সরকারের তরফে৷ এবছরও একাদশ-দ্বাদশের পড়ুয়াদের ট্যাব দেওয়ার জন্য চলতি সপ্তাহেই টাকা দেওয়া হবে বলে জানিয়েছিল রাজ্য সরকার৷ কিন্তু ‘প্রশাসনিক’ কারণে আপাতত সেই টাকা দেওয়া হচ্ছে না৷ তেমনই সিদ্ধান্ত নিল নবান্ন৷

জানা গিয়েছে, রাজ্যের সব ট্রেজারিতেই এই খাতে টাকা পাঠিয়ে দিয়েছিল স্কুল শিক্ষা দফতর। আগামীকাল, শিক্ষক দিবসে পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা পাঠিয়ে দেওয়া হবে বলেও ঠিক করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে সিদ্ধান্ত বদল করে স্কুল শিক্ষা দফতর। এই মর্মে সব ট্রেজারিকে জানিয়ে দেওয়াও হয়েছে। তবে হঠাৎ করে কেন সিদ্ধান্ত বদল করা হল, তা স্পষ্ট নয়৷ উল্লেখ্য, তরুণের স্বপ্ন প্রকল্পে ফি বছর সরকারি এবং সরকার পোষিত স্কুলের দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের এককালীন ১০ হাজার টাকা দেওয়া হয়।