প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা, এপ্রিল থেকেই বর্ধিত হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা, ঘোষণা নবান্নের

কলকাতা: লোকসভা ভোটের প্রচারে  বেরিয়ে এক মাসের অতিরিক্ত ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটপর্ব মিটতেই প্রতিশ্রুতি পালনে পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী৷ ডিএ…

কলকাতা: লোকসভা ভোটের প্রচারে  বেরিয়ে এক মাসের অতিরিক্ত ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটপর্ব মিটতেই প্রতিশ্রুতি পালনে পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী৷ ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। মে মাস নয়, এপ্রিল মাস থেকেই বর্ধিত হারে ডিএ পাবেন রাজ্য সরকারের কর্মচারীরা। জুলাই মাসে বেতনের সঙ্গেই বর্ধিত ডিএ হাতে পেয়ে যাবেন তাঁরা৷ তেমনটাই জানাল রাজ্যের অর্থ দফতর।

 

গত বছর ২১ ডিসেম্বর বড় দিন উপলক্ষে কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা। সেখানেই রাজ্য সরকারি কর্মচারীদের ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করার কথা ঘোষণা করেছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *