কলকাতা: রাজ্যের নির্বাচনী হিংসার প্রসঙ্গ তুলে আক্রমণাত্মক রাজ্যপাল জগদীপ ধনকর৷ স্বাধীনতা দিবস উদযাপন মঞ্চ থেকে অবাধ ও হিংসামুক্ত নির্বাচনের পক্ষে ফের একবার সওয়াল করলেন রাজ্যপাল৷ অবাধ ও হিংসামুক্ত নির্বাচন করে নজির করতে হবে বাংলাকে৷ গান্ধীঘাট থেকে এমন মন্তব্য করেছেন তিনি৷
প্রথা অনুযায়ী আজ বারাকপুরের গান্ধীঘাটে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর৷ সেখানে বেশ খানিকক্ষণ ছিলেন তিনি৷ অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন রাজ্যপাল৷ জানিয়েছেন, বাংলায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করে গোটা দেশের কাছে নজির সৃষ্টি করতে হবে বাংলাকে৷ এই নিয়ে তিনি প্রথম থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷ তিনি বিশ্বাস করেন, এমনটা ঘটবে একদিন৷
বলেন, ‘‘আমি আবেদন, আসুন আমরা বর্তমান এই নির্বাচনি হিংসার বাতাবরণ মুক্ত করি৷ আমরা গোটা দেশের কাছে নিজেদের নজরি তৈরি করি৷ পশ্চিমবঙ্গের নির্বাচনে যাতে কোনও অশান্তি, হিংসা না হয়, তা আমাদের নিশ্চিত কর দেশের কাছে নজির গড়তে হবে৷ অশান্তি এখানে প্রাধান্য দেওয়া হবে না৷ এখন সময় এসেছে, এটা করার৷ আমি বিশ্বাস করি, এটা অবশ্যই কোন একদিন হবে৷ এটা আমার সাংবিধানিক দায়িত্ব৷ আমি এই বিষয়ে আমার সর্বশক্তি দিয়ে কাজ করব৷ আমি বলতে চাই, বাংলার গণতান্ত্রিক ব্যবস্থা কখনও ভেঙে পড়বে না৷’’