পরীক্ষা বিতর্ক: পড়ুয়াদের ১ বছর নষ্ট হলে ক্ষতিপূরণ দেবে রাজ্য? বাংলার শিক্ষায় বিস্ফোরক রাজ্যপাল

পরীক্ষা বিতর্ক: পড়ুয়াদের ১ বছর নষ্ট হলে ক্ষতিপূরণ দেবে রাজ্য? বাংলার শিক্ষায় বিস্ফোরক রাজ্যপাল

6d45e50635b0871f93600c63bc1298f2

 

কলকাতা: করোনা আবহে কলেজ ও বিশ্ববিদ্যালয় পরীক্ষা বিতর্কে রাজ্যের বিরুদ্ধে এবার সরাসরি সংঘাতে নামলেন রাজ্যপাল জগদীপ ধনকর৷ রাজ্যের শিক্ষা ব্যবস্থায় রাজনীতিকরণের প্রসঙ্গে তুলে আক্রমণ করেছেন বাংলার সাংবিধানিক প্রধান৷ রাজ্যপালকে এড়িয়ে কেন উপাচার্যরা ভার্চুয়াল বৈঠকে অংশ নিলেন না? তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি৷ পড়ুয়াদের স্বার্থের কথা ভেবে কেন উপাচার্য রাজ্যের অঙ্গুলিহেলনে কাজ করছেন? তার নিয়ে অভিযোগ তুলেছেন রাজ্যপাল৷ বেশ কিছু উপাচার্যকে শো-কজ করেছেন রাজ্যপাল৷ রাজ্যপালের সাংবাদিক বৈঠক শেষ হতে না হতেই শিক্ষা দফতরের তরফে পাল্টা অভিযোগ তোলা হয়েছে৷ রাজ্যপালের ভার্চুয়াল বৈঠকে কেন অনুমতি দেওয়া হয়নি, তাও ব্যাখ্যা দিয়েছে রাজ্য শিক্ষা দফতর৷

আজ সকালে রাজভবনে সাংবাদিক বৈঠক করেন রাজ্যপাল জাগদীপ ধনকার৷ সেখানে কলেজে ভর্তির ক্ষেত্রে আর্থিক লেনদেন নিয়ে অভিযোগ তোলেন তিনি৷ গত দু’বছর ধরে বাংলায় এই পরিস্থিতি চলছে বলেও অভিযোগ তুলেছেন রাজ্যপাল৷ শিক্ষায় আর্থিক পোষণ আপরাধের সামিল বলেও অভিযোগ করেন তিনি৷ ইউজিসি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিতে বলছে৷ কিন্তু, রাজ্য পরীক্ষা নেবে না বলছে৷ কিন্তু, এই সংঘাতের মধ্যে পড়ুয়াদের ১ বছর নষ্ট হলে ক্ষতিপূরণ হবে কীভাবে? এই সমস্ত ইস্যুকে অবহেলা করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন খোদ রাজ্যপাল৷  একই সঙ্গে রাজ্যের শিক্ষা ব্যবস্থার মান ক্রমাগত কমছে বলেও দাবি জানিয়েছেন জাগদীপ ধনকার৷ শিক্ষা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি৷

এদিন রাজ্যপাল বলেন, ‘‘মানুষের কাছে সরকার দায়বদ্ধ৷ সেই কথা বলাই আমার কাজ৷ রাজ্যে শিক্ষার পরিস্থিতি এখন উদ্বেগজনক৷ গত ১৫ জানুয়ারি মুখ্যমন্ত্রী চিঠি লিখি, জানিয়েছিলাম, কেন আচার্যকে এড়িয়ে সিদ্ধান্ত নেওয়ার বিধি কীভাবে কার্যকর হচ্ছে? ৬ মাস কেটে গেলেও এখনও তার জবাব দেওয়ার সময় পাননি মুখ্যমন্ত্রী৷ উপাচার্যদের সঙ্গে বৈঠকে কথা বললেও শোনেনি রাজ্য সরকার৷ এই বৈঠকে প্রয়োজনীতা নিয়ে চিঠি দিয়ে জানায়, কারণ এর পিছনে পড়ুয়াদের স্বার্থ যুক্ত৷’’