কলকাতা: দীর্ঘ লকডাউন পর্ব কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বাংলার জনজীবন৷ কিছু পর্যটন কেন্দ্র থেকে শুরু করে দোকান, বাজার, অফিস, মল সবই প্রায় খুলে গিয়েছে৷ ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক হলেও কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না করোনা সংক্রমণের হার৷ এবার উদ্বেগ বাড়িয়ে রাজ্যে একদিনে রেকর্ড হারে করোনা আক্রান্তের সংখ্যা ধরা পড়েছে স্বাস্থ্য দফতরের বুলেটিনে৷
রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, রাজ্যে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৪৬৭ জন৷ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়ে গিয়েছে ১০ হাজার৷ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজারের গণ্ডি পেরিয়ে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ২৪৪ জন৷ এখনও পর্যন্ত একদিনে করোনা আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা ধরা দিয়েছে৷
একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যুর খবর জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর৷ এখনও পর্যন্ত রাজ্যের করোনা আক্রান্ত ৪৫১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৪ হাজার ২০৬ জন৷ রাজ্যে করোনায় সুস্থতার হার ৪১.০৫ শতাংশের কাছাকাছি৷ রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪৭৬ জন৷ সাম্প্রতিককালে এটাই সর্বোচ্চ৷ একদিনে আক্রান্তের সংখ্যা দীর্ঘ কয়েক দিন ধরে ৩০০ বেশি ছিল৷ এবার তা বেড়ে এক লাফে ৪৭৬ জনের শরীরে নতুন করে করোনা ভাইরাস ধরা পড়েছে বলে জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে৷
অন্যদিকে উদ্বেগ বাড়ছে কনটেইনমেন্ট জনসংখ্যা৷ ইতিমধ্যেই রাজ্যে কনটেইনমেন্ট জোনের সজ্ঞা বদলে দিয়েছে সরকার৷ কিন্তু তারপরেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমিত এলাকার সংখ্যা৷ এখনও পর্যন্ত ১ হাজার ছাড়িয়ে গিয়েছে কনটেইনমেন্টের সংখ্যা৷