স্থগিত হোক পরীক্ষা, জোট বেঁধে মামলার প্রস্তাব মুখ্যমন্ত্রীর, তুললেন কেন্দ্রীয় বঞ্চনা

স্থগিত হোক পরীক্ষা, জোট বেঁধে মামলার প্রস্তাব মুখ্যমন্ত্রীর, তুললেন কেন্দ্রীয় বঞ্চনা

কলকাতা: করোনা আবহে মধ্যে কেন নেওয়া হবে নিট ও জয়েন্টের পরীক্ষা? অবিলম্বে পরীক্ষা স্থগিতের আর্জি জানিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পরীক্ষা স্থগিতের আর্জি জানাতে গিয়ে রাজ্যের সঙ্গে কেন্দ্রের বঞ্চনা থেকে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে হেনস্থা, বাংলার উন্নয়ন, টাকা-পয়সা-গণতন্ত্রণের কণ্ঠরোধ প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী৷

আজ নবান্ন থেকে সোনিয়া গান্ধীর-সহ ৭ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে তিনি সাফ জানিয়ে দেন, এই পরিস্থিতির মধ্যে কোন ভাবে পরীক্ষা নেওয়া উচিত হবে না৷ পরীক্ষা পিছিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে কেন্দ্র সরকার যাতে সুপ্রিম কোর্টে আবেদন করে, তারও দাবি জানিয়েছেন তিনি৷ পরীক্ষা স্থগিত চেয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীকে একাধিক চিঠি পাঠিয়েছেন বলেও বৈঠকে উল্লেখ করেছেন৷ সঙ্গে তুলেছেন কেন্দ্রীয় বঞ্চনা৷

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে প্রথমে বক্তব্য রাখার সুযোগ পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী৷ জানান, ‘‘করোনা পরিস্থিতির মধ্যে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে৷ করোনার মধ্যে কী করে পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা? ট্রেন চলছে না৷ যোগাযোগ ব্যবস্থা এখনও পুরোপুরি সচল হয়নি৷ কেন্দ্র ইউজিসির সিদ্ধান্ত আগেই পরিবর্তন করেছে৷ আমি এই নিয়ে প্রধানমন্ত্রীকে আগেও একাধিকবার অনুরোধ করেছি৷ পরীক্ষা স্থগিতের আবেদন প্রধানমন্ত্রীকে জানিয়েছি৷ সুপ্রিম কোর্টের রায় বিবেচনা করার অনুরোধ করতে পারতেন প্রধানমন্ত্রী৷ এই পরিকল্পনা প্রধানমন্ত্রীর হাতে ছিল৷ আইনজীবীদের সঙ্গে এই নিয়ে আলোচনা করা যেত৷ আমরা একসঙ্গে সুপ্রিম কোর্টে যেতে পারি৷ আমাদের হাতে অনেক ভালো আইনজীবী আছে৷ করোনা পরীক্ষা স্থগিত করতে দাবি রাখতে পারি৷’’

পরীক্ষা স্থগিত রাখার আর্জি জানানোর পাশাপাশি রাজ্যের উন্নয়ন প্রসঙ্গে থেকে শুরু করে কেন্দ্রীয় বঞ্চনা প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানান এখানে সমস্ত কিছু ফ্রি৷ স্বাস্থ্য, শিক্ষা, সবকিছুই ফ্রিতে করতে হচ্ছে৷ তার পরেও কোটি কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে করোনা চিকিৎসায়৷ কিন্তু টাকা দিচ্ছে না কেন্দ্র৷ এই নিয়ে বাকি মুখ্যমন্ত্রীদের সরব হতে আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কেন্দ্রের বিরুদ্ধে সরাসরি সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বললেই এজেন্সি লাগিয়ে দেওয়া হচ্ছে৷ কীভাবে হেনস্থা করা যায়৷ তাই নিয়ে পরিকল্পনা করছে কেন্দ্র৷ ফেসবুক থেকে শুরু করে ভারতীয় সংবাদমাধ্যমকে কণ্ঠরোধ করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 17 =