ধুলো ঝেড়ে ফের সাজছে তিলোত্তমার বার-রেস্তোরাঁ, মিলেছে খোলার ইঙ্গিত

ধুলো ঝেড়ে ফের সাজছে তিলোত্তমার বার-রেস্তোরাঁ, মিলেছে খোলার ইঙ্গিত

 

কলকাতা:  দীর্ঘ পাঁচ মাস পর ধুলো ঝেড়ে ফের পুরনো রূপে ফিরতে চলেছে শহরের ক্লাব-রেস্তোরাঁগুলি৷ আসছে নামীদামি ব্র্যান্ডের মদ৷ সুরাপ্রেমীদের জন্য আসছে সুখবর৷ মনে করা হচ্ছে, আগামী মাসের মধ্যেই ফের পুরনো ছন্দে ফিরবে ব্যবসা৷ যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি৷ তবে মিলেছে ইঙ্গিত৷ খুব শীঘ্রই এবার বার-রেস্তোরাঁ খোলায় সবুজ সংকেত দিতে চলেছে কেন্দ্র৷  

আরও পড়ুন- আমাকে মুক্তি দিন! বেড থেকে রাস্তায় করোনা আক্রান্ত রোগী, প্রশ্নে মেডিক্যাল

 

চলতি মাসের শেষেই প্রকাশিত হবে আনলক-৪ এর বিজ্ঞপ্তি৷ কিন্তু এবারেও যদি বার খোলার অনুমতি দেওয়া না হয়, তাহলে অসম এবং রাজস্থানের পথে হাঁটবে রাজ্য৷ রেস্তোরাঁতেই মদ পরিবেশনের অনুমতি দেওয়া হবে৷ তবে এরজন্য অবশ্য মদ বিক্রির লাইসেন্স থাকতে হবে৷ ক্লাব খোলার সম্ভাবনা নিয়ে আবগারি বিভাগের আধিকারিকদের সঙ্গে কলকাতার প্রথমসারির কিছু ক্লাবের ম্যানেজমেন্ট আধিকারিকদের মধ্যে আলোচনা হয়েছে বলেও সূত্রের খবর৷ 

 

অসম এবং রাজস্থানে এখন রেস্তোরাঁতেই মদ পরিবেশন করা হচ্ছে৷ এখনও বন্ধই রয়েছে স্ট্যান্ড অ্যালোন বারগুলি৷ ১৪ অগাস্ট একটি বিজ্ঞপ্তি জারি করে অসম সরকার৷ ওই বিজ্ঞপ্তিতে আইএমএলএফ অন-শপ এবং ক্লাব অন-শপগুলিতে মদ বিক্রির অনুমতি দেওয়া হয়৷ ১৬ অগাস্ট থেকে এই নিয়ম কার্যকর করা হয়েছে৷ সপ্তাহের কর্মদিবসগুলিতে রাত ৯টা পর্যন্ত খোলা থাকছে এই অন-শপগুলি৷ রাজস্থানেও লাইসেন্স থাকলে রেস্তোরাঁতে বিক্রি করা যাচ্ছে মদ৷ 

আরও পড়ুন- করোনা চিকিৎসা সরঞ্জাম কেনায় দুর্নীতি, কাটমানি কোথায়? শ্বেতপত্র প্রকাশের দাবি রাজ্যপালের

 

কলকাতার একটি বার-কাম-রেস্তোরাঁর মালিক জানান, অসম এবং রাজস্থানের মতোই এ রাজ্যেও রেস্তোরাঁয় মদ বিক্রি করা যাবে বলে ইঙ্গিত দিয়েছেন আবগারি আধিকারিকরা৷ কলকাতায় প্রায় ৩৫০টি বার রয়েছে৷ সারা বাংলায় ৬৫০-এরও বেশি৷ রেস্তোরাঁগুলিতে মদ বিক্রির অনুমতি দেওয়া হলে, কিছুটা হলেও তারা ঘুরে দাঁড়াতে পারবে বলে আশা করা হচ্ছে৷ লকডাউনের পর থেকেই ধুঁকতে শুরু করেছে রেস্তোরাঁ ব্যবসা৷     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =