বারাসত: বাংলাদেশের নির্বাচনে আওয়ামি লিগের বিপুল জয়ের পর ধরপাকড়ের ভয়ে দেশ ছেড়ে পালাতে মরিয়া জামাত-উল-মুজাহিদিন (বাংলাদেশ)-এর একঝাঁক জঙ্গি নেতা।
গোয়েন্দারা জানতে পেরেছেন, তারা এখন নিরাপদ জায়গা খুঁজছে। নিজেদের দেশের দিকে অর্থাৎ বাংলাদেশ সীমান্তে তারা অস্থায়ীভাবে আশ্রয় নিচ্ছে। সুযোগ বুঝে পশ্চিমবঙ্গ অথবা নতুন রুট ত্রিপুরা সীমান্ত দিয়ে তারা ভারতে ঢুকে আত্মগোপন করতে চাইছে। এ দেশে আশ্রয় নেওয়ার জন্য নিজেদের ঘনিষ্ঠ এজেন্টদের সঙ্গে গোপনে যোগাযোগও করছে। তাই ভারত-বাংলাদেশ সীমান্তের উপর গোয়েন্দারা এখন কড়া নজরদারি শুরু করেছেন। কোন কোন জঙ্গি নেতা ঢোকার চেষ্টা করছে, তাদের তালিকাও তৈরি করছে গোয়েন্দারা।