১৩৫ কিমি গতিতে বাংলায় ঘূর্ণিঝড়ের তাণ্ডবের আশঙ্কা, জারি সতর্কতা

কলকাতা: আরও শক্তি বাড়িয়ে রবিবার সকালে সাগর দ্বীপের আছড়ে পড়তে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় বুলবুল৷ আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, বাংলায় আছড়ে পড়ার আগে ঝড়ের গতিবেগ হতে পারে প্রতিঘণ্টায় সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার৷ আর তার জেরে রাজ্যের সমস্ত উপকূল এলাকা কড়া সতর্কতা জারি হয়েছে৷ পর্যটন কেন্দ্রগুলিতে ইতিমধ্যেই কড়াকাড়ি শুরু ককেছে প্রশাসন৷ মৎস্যজীবীদের অবিলম্বে ফিরে আসার নির্দেশ পাঠানো

১৩৫ কিমি গতিতে বাংলায় ঘূর্ণিঝড়ের তাণ্ডবের আশঙ্কা, জারি সতর্কতা

কলকাতা: আরও শক্তি বাড়িয়ে রবিবার সকালে সাগর দ্বীপের আছড়ে পড়তে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় বুলবুল৷ আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, বাংলায় আছড়ে পড়ার আগে ঝড়ের গতিবেগ হতে পারে প্রতিঘণ্টায় সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার৷

আর তার জেরে রাজ্যের সমস্ত উপকূল এলাকা কড়া সতর্কতা জারি হয়েছে৷ পর্যটন কেন্দ্রগুলিতে ইতিমধ্যেই কড়াকাড়ি শুরু ককেছে প্রশাসন৷ মৎস্যজীবীদের অবিলম্বে ফিরে আসার নির্দেশ পাঠানো হয়েছে৷ ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে আকাশের মুখ ভার৷ আজ বিকেল থেকেই দফায় দফায় বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে৷

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব দুই ২৪ পরগনা-সহ পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় পড়ার আশঙ্কা তৈরি হয়েছে৷ ইতিমধ্যেই উত্তাল হতে শুরু করেছে সমুদ্র৷ দিঘা, মন্দারমণি, শঙ্করপুর, বকখালিতে সতর্কবার্তা জারি করেছে প্রশাসন৷ সৈকতে জারি নিষেধাজ্ঞা৷

সমুদ্র তীরবর্তী অঞ্চলে বেশকয়েকটি নিরাপদ আশ্রয়স্থল প্রস্তুত রাখা হয়েছে৷ দিঘা-সহ মন্দারমণি, শঙ্করপুর, বকখালির উপকূলবর্তী এলাকায় চলছে মাইকে প্রচার৷ ওয়াচ টাওয়ার থেকে নজরদারি চালিয়ে যাচ্ছে প্রশাসন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − eight =